scorecardresearch
 
Advertisement
টেক

Facebook-এর নামে কেন বদল? আপনার প্রোফাইলে কি প্রভাব পড়বে?

বৃহস্পতিবারই
  • 1/7

বৃহস্পতিবারই ফেসবুক সিইও মার্ক জুকারবার্গ বড় ঘোষণা করেন। ফেসবুকের নাম পরিবর্তন করে 'মেটা' হওয়ার কথা ঘোষণা করেন। শুধু নাম পরিবর্তনই না, মেটাভার্স এক আলাদাই দুনিয়া নিয়ে আসবে বলে মত জুকারবার্গের। মাস কয়ে কাজেই একথা জানা গেছিল, যার সিলমোহর পড়ল গতকাল। কিন্তু কেন এই পরিবর্তন?
 

মার্ক জুকারবার্গ
  • 2/7

মার্ক জুকারবার্গ Metaverse বিশ্বের জন্য জোরদার প্রস্তুতি নিচ্ছেন। এর জন্য ১০ হাজার কর্মী নিয়োগ করবে প্রতিষ্ঠান। যা কোম্পানিকে মেটাভার্স তৈরিতে সাহায্য করবে। মেটাভার্সকে ভার্চুয়াল রিয়েলিটি হিসাবে মানা যেতে পারে।
 

এটি এমন
  • 3/7

এটি এমন একটি বিশ্ব যেখানে মানুষের উপস্থিতি হবে ডিজিটাল মাধ্যমে। মানুষ ডিজিটালভাবে একে অপরের সঙ্গে দেখা করতে সক্ষম হবে। 
 

Advertisement
শুধু Facebook
  • 4/7

শুধু Facebook নয়, মাইক্রোসফটের মতো বড় কোম্পানিও মেটাভার্সে বিনিয়োগ করছে। জুকারবার্গ দীর্ঘদিন ধরে ভার্চুয়াল রিয়েলিটি এবং অগমেন্টেড রিয়েলিটিতে প্রচুর বিনিয়োগ করছে।
 

সামগ্রিকভাবে
  • 5/7

সামগ্রিকভাবে, মেটাভার্সের জগতে এগিয়ে যাওয়ার জন্য, ফেসবুক নাম পরিবর্তন করেছে মেটা নামে। 
 

মানুষ যেন
  • 6/7

মানুষ যেন ফেসবুক কোম্পানিকে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া কোম্পানি হিসেবে চিনতে না পারে সেজন্য কোম্পানির এই প্রচেষ্টা। নাম পরিবর্তনের পর শীঘ্রই কোম্পানি থেকে আরও বড় ঘোষণাও আসতে পারে।
 

কোম্পানি
  • 7/7

কোম্পানি হিসেবে ফেসবুকের নাম পরিবর্তন করে মেটা করা হয়েছে। কোম্পানির বাকি প্ল্যাটফর্ম যেমন, Facebook, Instagram এবং WhatsApp এই নামে পরিচিত থাকবে। অর্থাৎ নাম পরিবর্তন করলে সরাসরি ব্যবহারকারীদের ওপর কোনো প্রভাব পড়বে না।
 

Advertisement