Redmi এবং Vivo দুটোই ভারতীয় বাজারে একটি করে 5G ফোন লঞ্চ করেছে। দুটোর দামও প্রায় একই। Redmi Note 11S ফোনটিতে রয়েছে 108MP ক্যামেরা। আর Vivo T1 5G-তে রয়েছে 50MP। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।
Vivo T1 5G-তে রয়েছে Android 12 বেসড FunTouch OS 12। রয়েছে 6.58-inch full-HD+ IPS LCD স্ক্রিন। তাছাড়াও রয়েছে Snapdragon 695 5G প্রসেসার। এতে 8GB পর্যন্ত RAM ও 128GB স্টরেজ দেওয়া হয়েছে।
এই হ্যান্ডসেটে ত্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে। যাতে রয়েছে 50MP প্রাইমারি লেন্স ও 2MP-র ২টি লেন্স। সামনে 16MP সেল্ফি ক্যামেরা দেওয়া হয়েছে। রয়েছে 5000mAh ব্যাটারি ও 18W চার্জিং সাপোর্ট।
আরও পড়ুন - খুব সহজে ইংরেজি শিখতে চান? সাহায্য করবে এই ৫ অ্যাপ
এর রয়েছে মোট ৩টি কনফিগারেশন। 4GB RAM + 128GB স্টোরেজের ভ্যারিয়ান্টটির দাম 15,990 টাকা। 6GB RAM + 128GB স্টোরেজের ভ্যারিয়ান্টটির দাম 16,990 টাকা এবং 8GB RAM + 128GB স্টোরেজের ভ্যারিয়ান্টটির দাম 19,990 টাকা।
এবার আসা যাক Redmi Note 11S-এর কথায়। রয়েছে 6.43-inch-র Full HD+ AMOLED স্ক্রিন। ফোনটির প্রসেসার MediaTek Helio G96। 8GB পর্যন্ত RAM রয়েছে ফোনটিতে।
ফোনটির ক্যামের প্রধান লেন্সটি 108MP। তাছাড়াও ফোনটিতে রয়েছে 8MP-র আলট্রা ওয়াইড অ্যাঙ্কল। 2MP ম্যাক্রো লেন্স ও 2MP ডেপথ সেন্সর। এর সেলফি ক্যামেরা 16MP।
এই স্মার্টফোনে রয়েছে 128GB পর্যন্ত স্টোরেজ, যা এসডি কার্ডের মাধ্যমে 1TB পর্যন্ত বাড়ান যায়। এর ব্যাটারি 5000mAh। রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।