scorecardresearch
 
Advertisement
টেক

গ্রাহকদের জন্য বিরাট চমক Reliance Jio-র! রিচার্জ করলে এবার মিলবে ফোন

JioPhone 2021
  • 1/6

রিলায়েন্স জিও শুক্রবার ভারতে নতুন JioPhone 2021 অফারটি চালু করেছে। সংস্থার নতুন অফারের আওতায় গ্রাহকরা আনলিমিটেড ডেটা প্ল্যান এবং একটি নতুন জিওফোন পাবেন।

JioPhone 2021
  • 2/6

রিলায়েন্স জিও জানিয়েছে, নতুন JioPhone 2021 অফারটি আদতে '2G- মুক্ত ভারত' প্রচারের অংশ। এর মাধ্যমে, দেশের ৩০০ মিলিয়ন ফিচার ফোন ব্যবহারকারীরা জিওফোন এবং এর পরিষেবাগুলির সুযোগ পাবেন।

নতুন পরিকল্পনা
  • 3/6

জিওর নতুন অফারে তিনটি নতুন পরিকল্পনা যুক্ত রয়েছে। নতুন এবং পুরানো উভয় গ্রাহকই এগুলির সুবিধা পাবেন। গ্রাহকদের জন্য, জিও ৭৪৯ টাকার একটি প্ল্যান চালু করেছে। এই প্ল্যানে গ্রাহকদের জন্য ১২ মাসের আনলিমিটেড ডেটা দেবে। এটি আনলিমিটেড ভয়েস কল এবং প্রতি মাসে ২ জিবি হাই-স্পিড ডেটা পাবেন। জিওফোন ব্যবহারকারীদের এই অফারটি সাবস্ক্রাইব করার পরে আর কোনও রিচার্জ করতে হবে না।

Advertisement
 প্ল্যান আনা হয়েছে
  • 4/6

এরই সঙ্গে গ্রাহকদের জন্য আরেকটি প্ল্যান আনা হয়েছে। ১,৯৯৯ টাকার প্ল্যানে গ্রাহকরা ২৪ মাসের আনলিমিটেড পরিষেবা সহ একটি নতুন জিওফোন পাবেন। এই পরিকল্পনায় গ্রাহকদের প্রতি মাসে আনলিমিটেড ভয়েস কল এবং আনলিমিটেড ডেটা পাবেন। 

১,৪৯৯ টাকার প্ল্যানে
  • 5/6

১,৪৯৯ টাকার প্ল্যানে গ্রাহকরা ১২ মাসের আনলিমিটেড পরিষেবা পাবেন। এই পরিকল্পনায় গ্রাহকদের প্রতি মাসে আনলিমিটেড ভয়েস কল এবং আনলিমিটেড ডেটা পাবেন। 
 

১ মার্চ থেকে
  • 6/6

১ মার্চ থেকে এই অফারগুলি গ্রাহকদের জন্য দেওয়া শুরু হবে। অনলাইনে কিংবা অফলাইনে এটি রিচার্জ করা যাবে। 

Advertisement