Advertisement
টেক

PUBG হাজির নয়া গেম New State নিয়ে, জানুন এই অ্যাপটি সম্পর্কে

  • 1/7

বর্তমানে দেশে নিষিদ্ধ পাবজি। কিন্তু এর মধ্যে গেমারদের জন্য রয়েছে সুখবর। এবার নয়া একটি গেম নিয়ে আসছে পাবজি সংস্থা। (সব ছবি- আজ তক)

  • 2/7

নতুন গেমটির নাম দেওয়া হয়েছে PUBG: New State। এটি বর্তমান পাবজি গেমটির সঙ্গে কোনও মিল নেই। ২০৫১ সালে কেমন হতে পারে পৃথিবী,তা নিয়ে এই গেম। একেবারে নতুন বন্দুক,সঙ্গে গাড়ি। পাশাপাশি রয়েছে একের পর এক আকর্ষণীয় ম্যাপ।

  • 3/7

দক্ষিণ কোরিয়ার সংস্থা Krafton Inc এই গেমটির বিষয়ে প্রকাশ করেছে। গুগল প্লে স্টোরি এখন প্রি রেজিস্টেশন করা যাচ্ছে। কয়েকদিনের মধ্যে অ্যাপ স্টোরেও গেমটি চলে আসবে বলে মনে করা হচ্ছে। কিন্তু গেমটির ভারতীয় ব্যবহারকারীদের জন্য এখনও উপলব্ধ হয়নি।
 

Advertisement
  • 4/7

ট্রেলার অনেক আধুনিক গাড়ি ও বন্দুক দেখা গিয়েছে। নতুন নতুন বেশ কিছু ম্যাপ আসছে এতে। 

  • 5/7

পাবজির পুরনো ব্যবহারকারীদের এই গেমটি সম্পর্কে বুঝতে খুব একটা সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে। গেমটিতে অনেক আধুনিক গ্যাজেট রয়েছে।
 

  • 6/7

গেমটির রিলিজের দিন এখনও ঘোষণা করা হয়নি। তবে আগামী কয়েকদিনের মধ্যে গেমটি চালু হবে বলে আশা করা হচ্ছে।

  • 7/7

ভারতে এখনও নিষিদ্ধ রয়েছে পাবজি। পুনরায় এদেশে ফেরার জন্য পাবজি মোবাইল ইন্ডিয়া নামে  সম্পূর্ণ নতুন একটি গেম নিয়ে আসা হয়েছিল। কিন্তু সেটিও লঞ্চের অনুমতি পায়নি
 

Advertisement