scorecardresearch
 
Advertisement
টেক

Reliance Jio-র গ্রাহকদের মাথায় হাত, বন্ধ হল ১ টাকার প্ল্যান

প্রতীকী ছবি
  • 1/6

গ্রাহকদের বড়সড় ধাক্কা দিল Reliance Jio। ১ টাকার প্রিপেড প্ল্যান পুরোপুরি বন্ধ করল সংস্থা। এই প্ল্যানটি আর অ্যাপে বা সংস্থার ওয়েবসাইটে নেই। 

প্রতীকী ছবি
  • 2/6

এই মাসের শুরুতে সংস্থা নির্বাচিত কিছু গ্রাহকের জন্য ১ টাকার প্ল্যানটি লঞ্চ করে, যা নিয়ে রীতিমতো আলোচনাও হয়। সেই প্ল্যানে ৩০ দিনের জন্য ১০০ এমবি ডেটা দেওয়া হচ্ছিল। 
 

প্রতীকী ছবি
  • 3/6

যদিও সেই প্ল্যানটিতে পরের দিনই পরিবর্তন করা হয়। ১ টাকার সেই প্ল্যানে সংস্থা ১০০ এমবির পরিবর্তে ১০ এমবি ডেটা দেওয়া শুরু করে। এমনকী ভ্যালিডিটিও ৩০ থেকে কমিয়ে ১ দিনে আনা হয়। আর এবার এই প্ল্যানটি সম্পূর্ণ বন্ধ করা হল। 

Advertisement
প্রতীকী ছবি
  • 4/6

এই প্ল্যানটি নিয়ে একটি রিপোর্ট করেছিল telecomtalk। কিন্তু সেই রিপোর্ট অনুযায়ী, তাতে সংস্থার তরফে কোনওরকম অফিসিয়াল তথ্য দেওয়া হয়নি। 

প্রতীকী ছবি
  • 5/6

৪জি ডেটা সম্বলিত ১ টাকার এই প্ল্যানটি ভ্যালু সেকশানের Other সেকশানে যুক্ত করা হয়েছিল। তবে এখন এটাকে সরিয়ে দেওয়া হয়েছে। ভ্যালু সেকশানে বর্তমানে ৩টি প্রিপেড প্ল্যানকে লিস্ট করা হয়েছে। 
 

প্রতীকী ছবি
  • 6/6

ভ্যালু সেকশানে জিওর ১,৫৫৯, ৩৯৫ এবং ১৫৫ টাকার ৩টি প্ল্যানকে লিস্ট করা হয়েছে। এগুলির সঙ্গে ভয়েজ এবং এসএমএস-এর সুবিধাও দেওয়া হচ্ছে। 

Advertisement