Advertisement
টেক

JIO-র দুর্দান্ত অফার! এই প্ল্যানগুলিতে নেই ডেইলি ডেটা লিমিট

  • 1/7

গ্রাহকদের জন্য বড় ঘোষণা করেছে রিলায়েন্স জিও।  সম্প্রতি জিও নয়া একটি প্যাক নিয়ে এসেছে। এর নাম জিও ফ্রিডম প্ল্যান। এই প্ল্যানে দিনের নির্দিষ্ট পরিমাণ কোনও ডেটা থাকে না। অর্থাৎ গ্রাহক চাইলে ইচ্ছামতো ব্যবহার করতে পারবেন যতদিন ওই ডেটার মেয়াদ থাকবে।

  • 2/7

এই প্ল্যানের সঙ্গে JioCinema, JioTV, JioNews আর Jio অ্যাপের মতো অ্যাপগুলির সাবস্ক্রিপশন বিনামূল্যে দেওয়া হবে। এই প্ল্যানগুলি ১২৭ টাকা থেকে শুরু করে ২,৩৯৭ টাকা পর্যন্ত হয়।

  • 3/7

জিও ফ্রিডম প্ল্যান ১২৭ টাকার প্ল্যানে মোট ১২ জিবি করে ডেটা দেওয়া হয়। এই ডেটার মেয়াদ ১৫ দিন। মোট ১০০টি করে মেসেজের সুবিধা থাকে ওই প্ল্যানে। তবে এই প্ল্যানে JioCinema, JioTV, JioCloud, JioNews এবং JioSecurity সাবস্ক্রিপশন  বিনামূল্যে পাবেন।

Advertisement
  • 4/7

জিও ফ্রিডম প্ল্যান ২৪৭ টাকার প্ল্যানে মোট ২৫ জিবি করে ডেটা দেওয়া হয়। এই ডেটার মেয়াদ ৩০ দিন।  মোট ১০০টি করে মেসেজের সুবিধা থাকে ওই প্ল্যানে। তবে এই প্ল্যানে JioCinema, JioTV, JioCloud, JioNews এবং JioSecurity সাবস্ক্রিপশন  বিনামূল্যে পাবেন।

  • 5/7

জিও ফ্রিডম প্ল্যান ৪৪৭ টাকার প্ল্যানে মোট ৫০জিবি করে ডেটা দেওয়া হয়। এই ডেটার মেয়াদ ৬০ দিন।  মোট ১০০টি করে মেসেজের সুবিধা থাকে ওই প্ল্যানে।  তবে এই প্ল্যানে JioCinema, JioTV, JioCloud, JioNews এবং JioSecurity সাবস্ক্রিপশন  বিনামূল্যে পাবেন।
 

  • 6/7

জিও ফ্রিডম প্ল্যান ৫৯৭ টাকার প্ল্যানে মোট ৭৫ জিবি করে ডেটা দেওয়া হয়। এই ডেটার মেয়াদ ৯০ দিন।  মোট ১০০টি করে মেসেজের সুবিধা থাকে ওই প্ল্যানে।  তবে এই প্ল্যানে JioCinema, JioTV, JioCloud, JioNews এবং JioSecurity সাবস্ক্রিপশন  বিনামূল্যে পাবেন।
 

  • 7/7

জিও ফ্রিডম প্ল্যান ২,৩৯৭ টাকার প্ল্যানে মোট ৩৬৫ জিবি করে ডেটা দেওয়া হয়। এই ডেটার মেয়াদ ৩৬৫ দিন।  মোট ১০০টি করে মেসেজের সুবিধা থাকে ওই প্ল্যানে।  তবে এই প্ল্যানে JioCinema, JioTV, JioCloud, JioNews এবং JioSecurity সাবস্ক্রিপশন  বিনামূল্যে পাবেন।

Advertisement