scorecardresearch
 
Advertisement
টেক

ভুয়ো অ্যাপের কবল থেকে সাবধান! ব্যাঙ্ক অ্যাকাউন্ট হচ্ছে খালি

গুগল প্লে স্টোর
  • 1/6

গুগল প্লে স্টোর কিংবা অ্যাপল স্টোরে বিভিন্ন ধরনে অ্যাপ থাকে। তবে গুগল কিংবা অ্যাপল প্রত্যেকটি অ্যাপের রিভিউ চেক করেই তবে প্ল্যাটফর্মে নিয়ে আসে। ভুয়ো অ্যাপের রমরমা ঠেকাতে এই পদক্ষেপ নেয় তারা। কিন্তু তার পরেই একাধিক ভুয়ো অ্যাপ থাকে এই প্ল্যাটফর্মে।

অনলাইনে এইসব
  • 2/6

অনলাইনে এইসব ভুয়ো অ্যাপের সাহায্যে দেশজুড়ে ছড়াচ্ছে প্রতারণা চক্র। যাতে প্রতারিত হচ্ছে গ্রাহকরা। সম্প্রতি এমনই খবর এসেছে। ৫ লাখ ভারতীয়কে প্রতারিত করে অন্তত ১৫০ কোটি টাকা চুরি হয়েছে বলে অভিযোগ।

এএনআই-এর প্রতিবেদন
  • 3/6

এএনআই-এর প্রতিবেদন অনুসারে, অনেক আর্থিক বিনিয়োগের অ্যাপ দাবি করে যে অর্থ বিনিয়োগকারীদের হাই রিটার্ন দেওয়া হবে। সেই ফাঁদে পা দিয়ে প্রতারিত হন অনেকে।  দিল্লি পুলিশের সাইবার সেল এই র‌্যাকেটগুলি সামনে এনেছে। এর পিছনে মদত ছিল চীনা কোম্পানিগুলির।

Advertisement
প্রতিবেদনে বলা হয়েছে,
  • 4/6

প্রতিবেদনে বলা হয়েছে, ভুয়ো অ্যাপগুলির মধ্যে কয়েকটি গুগল প্লে স্টোরি তালিকাভুক্ত ছিল। এই সঙ্গে জড়িত কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। 

ভুয়ো অ্যাপ কিনা
  • 5/6

ভুয়ো অ্যাপ কিনা পরীক্ষা করতে আপনি অ্যাপের নাম ও ডেভেলপারের নাম পরীক্ষা করে দেখুন। অ্যাপে কোনও বানান ভুল আছে কিনা তা দেখা দরকার। সেই সঙ্গে রেটিং  ও রিভিউয়ের উপর নজর দেওয়া দরকার। 

পাশাপাশি অ্যাপের
  • 6/6

পাশাপাশি অ্যাপের বিবরণের দিকেও নজর রাখতে হবে। কোনও রকম তথ্য ভুল রয়েছে কিনা খতিয়ে দেখা দরকার। একটু সজাগ থাকলেই এসব ভুল অ্যাপের হাত থেকে রেহাই পাওয়া যাবে। 


 

Advertisement