Advertisement
টেক

১১ টাকায় এতো ডেটা! বছর শুরুতেই দুর্দান্ত প্ল্যান আনল Reliance Jio

ভাউচারযুক্ত রয়েছে
  • 1/5

নতুন বছরের শুরুতেই গ্রাহকদের জন্য সুখবর শোনাল রিলায়েন্স জিও। ১১ টাকার রিচার্জ প্যাকে বদল এনেছে রিলায়েন্স জিও। এবার থেকে গ্রাহকরা আগের থেকে অনেক বেশি ডেটা পাবেন। সংস্থার ওয়েবসাইটে এই ফোরজি ভাউচারযুক্ত রয়েছে।

১জিবি ফোরজি নেট
  • 2/5

আগে গ্রাহকরা ১১টাকার রিচার্জ করলে ৮০০ এমবি ডেটা পেতেন। এবার থেকে গ্রাহকরা পাবেন ১জিবি করে ডেটা। পুরো ভাউচারটি ফোরজি-র। অর্থাৎ এবার থেকে গ্রাহকরা ১১টাকায় রিচার্জ করলেন ১জিবি ফোরজি নেট পাবেন।

ডেটা হিসাবে যোগ হয়
  • 3/5

এই রিচার্জের ডেটাগুলি আপনার মূল রিচার্জের ডেটার সঙ্গে অতিরিক্ত ডেটা হিসাবে যোগ হয়। এর নির্দিষ্ট দিনের কোনও বৈধতা থাকে না।

Advertisement
 ডেটা প্যাকগুলি
  • 4/5

জিওর এর পরে ডেটা প্যাকগুলি হল ২১ টাকা, ৫১ টাকা ও ১০১ টাকা। এই রিচার্জ প্যাকগুলিতে ২জিবি, ৬ জিবি ও ১২ জিবি করে ডেটা দেওয়া হয়ে থাকে। 

প্রতিটি পরিকল্পনাই ৩০ দিনের।
  • 5/5

জিওর এর পরের ডেটা প্ল্যানগুলি হল ১৫১ টাকা, ২০১ টাকা ও ২৫১ টাকা। এই প্যানগুলিতে গ্রাহকরা পান যথাক্রমে ৩০ জিবি, ৪০জিবি ও ৫০জিবি করে ডেটা। প্রতিটি পরিকল্পনাই ৩০ দিনের।

Advertisement