scorecardresearch
 
টেক

এটি Royal Enfield-এর প্রথম ইলেক্ট্রিক বাইক, কবে লঞ্চ-দাম কেমন হতে পারে?

রয়্যাল এনফিল্ড হিমলয়ান ইলেকট্রিক
  • 1/8

ইলেকট্রিক বাইকের ডিমান্ডও গাড়ির মতোই বাড়ছে পৃথিবী জুড়েও। রয়্যাল এনফিল্ড পিছিয়ে থাকবে কেন, তারাও নিজেদের নতুন বাইকের অপেক্ষায় থাকা গ্রাহকদের জন্য সুখবর নিয়ে এসেছে।

রয়্যাল এনফিল্ড হিমলয়ান ইলেকট্রিক
  • 2/8

যদিও আলাদা আলাদা সময়ে রয়্যাল এনফিল্ড এর ইলেকট্রিক মডেলের চর্চা চলছিল। কিন্তু এবার ব্র্যান্ডটি অ্যাডভেঞ্চার মডেল হিমালয়ান এর ইলেকট্রিক অবতার সামনে আনার কথা ইন্টারনেটে এখন ট্রেন্ডিং। মিডিয়া রিপোর্ট অনুযায়ী রয়্যাল এনফিল্ড এর প্রথম ইলেক্ট্রিক বাইক হিসেবে হিমালয়ান আসতে চলেছে।

রয়্যাল এনফিল্ড হিমলয়ান ইলেকট্রিক
  • 3/8

অটোমোবাইল ওয়েবসাইট বাইকওয়ালে একটি রিপোর্টে জানিয়েছে যে, রয়্যাল এনফিল্ড হিমালয়ান ইলেকট্রিক মডেলের একটি ছবি দেখানো হয়েছে। এই রিপোর্ট অনুযায়ী কোম্পানি হিমালয়ান ইলেক্ট্রিকের ওপর কাজ করছে।

রয়্যাল এনফিল্ড হিমলয়ান ইলেকট্রিক
  • 4/8

যদিও এই বিষয়ে কোম্পানির তরফে কোনও রকম আধিকারিক বিবৃতি এখনও পাওয়া যায়নি। এর আগে ইন্টারনেটে রয়্যাল এনফিল্ড এর একটি আরও ইলেকট্রিক মডেলের বিষয়ে চর্চা ছিল, যার নাম ইলেকট্রিক ওয়ান বলা হয়েছিল।

রয়্যাল এনফিল্ড হিমলয়ান ইলেকট্রিক
  • 5/8

যদি হিমালয়ান ইলেকট্রিকের কথা বলতে গেলে, এই বাইকের ইমেজ এবং মেকানিজম এবং ডিজাইন অত্যন্ত অভিনব এবং এটি যে কোনও রাস্তায় চলতে সক্ষম। যাকে গাড়ি বা বাইকের পরিভাষায় অফ রোড বাইক বলে। এই বাইকটি ইলেকট্রিক মডেলের আসতে চলেছে বলে মনে করা হচ্ছে। দেখতে এটি প্রচলিত হিমালয়ান অ্যাডভেঞ্চার মডেলই মনে হচ্ছে। কিন্তু ভেতরে কোনও ফিচার আলাদা থাকছে কি না, তা সে বিষয়ে এখনও পর্যন্ত পরিষ্কার তথ্য মেলেনি।

রয়্যাল এনফিল্ড হিমলয়ান ইলেকট্রিক
  • 6/8

নতুন ফ্রেমের উপর বেসড এই বাইকের ফ্রন্ট অত্যন্ত সুন্দর এবং হিমালয়ানের প্রচলিত মডেলের মতোই। যদি এখনও পর্যন্ত বাইকের সঙ্গে কোনও টেকনিক্যাল বিষয়ে সামনে আনা হয়নি। কিন্তু এর বড় ব্যাটারির আশা করা হচ্ছে। এমনিতেই রয়্যাল এনফিল্ড এর যে কোনও বাইক সাধারণ বাইক এর চেয়ে বেশি দমদার হয়। ইলেকট্রিকের ক্ষেত্রেও সেই ধরনের ক্যাপাসিটি এবং পাওয়ার জেনারেট করা হবে বলে মনে করা হচ্ছে।

রয়্যাল এনফিল্ড হিমলয়ান ইলেকট্রিক
  • 7/8

কবে হবে লঞ্চ

আপনাকে জানিয়ে দেওয়া যাক যে আয়েশার মোটর (রয়েল এনফিল্ডের প্যারেন্ট কোম্পানি)-র ডিরেক্টর এবং সিইও সিদ্ধার্থ লাল কিছু মাস আগে মিডিয়াকে দেওয়া একটি বক্তব্য জানিয়েছিলেন যে ইলেকট্রিক বাইক নিয়ে আমরা বেসিক রিসার্চ করছি। যা বেসিক প্লাটফর্মে রয়েছে। এছাড়া ৩৫০ এবং৬৫০ সিসির সমান ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ করা একটা চ্যালেঞ্জের বিষয়। তাই অনেক বেশি রিসার্চে প্রয়োজন হবে। হবে এজন্য সময় নিয়ে এদিকে বাজারে আনার পরিকল্পনা করা হচ্ছে।

 

রয়্যাল এনফিল্ড হিমলয়ান ইলেকট্রিক
  • 8/8

এখন পরিষ্কার করে বাইকটি লঞ্চের বিষয়ে তথ্য ওয়েবসাইটে দেওয়া হয়নি। রয়েল এনফিল্ড প্রথম ইলেকট্রিক বাইক ২০২৫-২৬ পর্যন্ত বাজারে আনতে পারে বলে মনে করা হচ্ছে। রয়াল এনফিল্ড ইলেকট্রিক অবতার দেখার জন্য বহু যুবকেরা এখনও পর্যন্ত অপেক্ষা করে রয়েছেন. এখন দেখার শেষমেষ কবে বাজারে আসে।