২৩ লক্ষর বেশি ভারতীয় অ্যাকাউন্ট একমাসে বন্ধ করেছে WhatsApp। অক্টোবর মাসে বন্ধ করা হয়েছে এই অ্যাকাউন্টগুলিকে। এই বিষয়ে সংস্থা জানাচ্ছে, ১ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ২৩,২৪,০০০ অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে।
ইউজারদের তরফে অভিযোগ পাওয়ার পর নিষিদ্ধ করা হয়েছে এই অ্যাকাউন্টগুলি। এর মধ্যে ৮,১১,০০০ অ্যাকাউন্ট ইউজারদের অভিযোগ পাওয়ার আগেই নিষিদ্ধ করে দেয় WhatsApp। নিয়ম না মানায় বন্ধ করা হয় ওই অ্যাকউন্টগুলি।
রিপোর্টে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ওই অ্যাকাউন্টগুলিকে নিয়ে গ্রিভ্যান্স মেকানিজমের অধীনে অভিযোগ জানিয়েছিল। অক্টোবর মাসে, ৭০১ টি গ্রিভ্যান্স রিপোর্ট পায় সংস্থা । তারমধ্যে মধ্যে ৩৪টি অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
রিপোর্টে আরও বলা হয়েছে যে, প্ল্যাটফর্মটি সর্বদা ইউজারদের নিরাপত্তার জন্য ডেডিকেটেড। অপব্যবহার এবং নির্দেশিকা লঙ্ঘন প্রতিরোধের জন্য, সংস্থা ক্রমাগত এই ধরনের পদক্ষেপ নিতে থাকে।
ইউজারদের নিরাপত্তার জন্য প্রতিষ্ঠানটি প্রতিনিয়ত কাজ করে চলেছে। IT Rules 2021 অনুযায়ী সংস্থা একটা ডেটা জারি করেছে, যেখানে নিষিদ্ধ করা অ্যাকাউন্টগুলির বিষয়ে বলা হয়েছে।
আরও পড়ুন - ২০২৩-এর শুরুতেই বৃহস্পতির গোচর, ৫ রাশির সোনালি দিন শুরু