scorecardresearch
 
Advertisement
টেক

Royal Enfield Shotgun 650: 'বুলেট'এর পর এবার বাজার কাঁপাতে আসছে 'শটগান', কতটা দমদার এই নয়া বাইক?

রয়্যাল এনফিল্ড শটগান মেটাভার্স
  • 1/9

দেশের অন্যতম এবং লিডিং বাইক নির্মাতা কোম্পানি রয়্যাল এনফিল্ড সম্প্রতি নিজেদের বাইক শটগান ৬৫০ মোটা মেটাভার্স এডিশন লঞ্চ করেছে। যা একটা লিমিটেড এডিশন মডেল। এখন কোম্পানি এই নতুন প্রোডাকশন রেডি ভার্সন থেকে পর্দা উন্মোচন করেছে এবং খুব দ্রুততা অফিসিয়ালি বিক্রির জন্য লঞ্চ হয়ে যাবে। যতটুকু জানা গিয়েছে, তা হল মেটা ভার্স এডিশন এবং এর রেগুলার মডেলের মধ্যে শুধুমাত্র পেইন্ট জব এর ডিফারেন্স রয়েছে। এছাড়া ইঞ্জিন, মেকানিজম ইত্যাদি একেবারে একই রকম রয়েছে।

রয়্যাল এনফিল্ড শটগান মেটাভার্স
  • 2/9

৬৫০ প্লাটফর্মে তৈরি এই শটগান কোম্পানি পোর্টফোলিওতে ইন্টারসেপ্টর ৬৫০, কন্টিনেন্টাল জিটি৬৫০ এবং সুপারমেটিওর ৬৫০ লাইন আপের ডিজাইনে রয়েছে। এর সঙ্গে ৬৫০ সিসি সেগমেন্টে এটি কোম্পানির চতুর্থ মডেল। যদিও কিছু ক্ষেত্রে শটগান সুপার ৬৫০ এবং মেটিওর ৬৫০-র মধ্যে কিছু মিল রয়েছে। কিন্তু তা সত্ত্বেও এই বাইক অনেকটা আলাদা বলে দেখা যাচ্ছে।

রয়্যাল এনফিল্ড শটগান মেটাভার্স
  • 3/9

জানিয়ে দেওয়া যাক যে কোম্পানি ২০২১ সালে মোটর এক্সপোতে এই বাইককে এসজি ৬৫ নামে কনসেপ্ট হিসেবে পেশ করেছিল। তখন থেকে নিয়ে এখনও পর্যন্ত প্রোডাকশন রেডি মডেল পর্যন্ত আস্তে আস্তে বাইক অত্যন্ত অনেকটা বদলে গিয়েছে।

Advertisement
রয়্যাল এনফিল্ড শটগান মেটাভার্স
  • 4/9

যদিও বাইকের ফ্রেম, লুক এবং ডিজাইন অনেকটা একই রকম দেখতে। এটি একটি সিঙ্গেল সিট বাম্বার স্টাইল বাইক। যাকে ডাবল সিটারেও বদলে দেওয়া যায়। এর মধ্যে রিমুভেবল পিলিয়ান রাইডার সিট দেওয়া হয়েছে।

রয়্যাল এনফিল্ড শটগান মেটাভার্স
  • 5/9

২৪০ কেজি ওজনের শটগান ৬৫০ ওজনের বিষয়ে সুপার মেটিওরের চেয়ে প্রায় এক কেজি হালকা। এর সঙ্গে এই বাইকটি মেটিওর থেকে একটু ছোট। যদিও সিটের উচ্চতা বেশি। যেখানে সুপার মেটিওর নিজে আপনাকে ৭৪০ মিলিমিটার হাইটওয়ালা সিট দিয়েছে। সেখানে  শটগান ৬৫০-র সিট ৭৯৫ মিলিমিটার।

রয়্যাল এনফিল্ড শটগান মেটাভার্স
  • 6/9

পাওয়ার এবং পারফরম্যান্স 

শটগান ৬৫০ সুপার মেটিওর কোম্পানি প্যারালাল টুইন ৬৪৮ সিসি ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন ব্যবহার করেছে এবং যা ৭৪০ এচপির পাওয়ার এবং ৫২.৩ এন এম এর টর্ক জেনারেট করে।

রয়্যাল এনফিল্ড শটগান মেটাভার্স
  • 7/9

এর ফ্রন্ট এ ৩২০ এমএম এর ডিস্ক এবং পিছনের চাকায় ৩০০ এমএম এর ডিস্ক ব্রেক পাওয়া যায়। সেখানে ফ্রন্টে আপসাইড-ডাউন ফর্ক সাসপেনশন এবং পিছনের অংশে প্রিলোডেড এডজাস্টেবল ডুয়েল সক সাস্পেনশন দেওয়া হয়েছে।

Advertisement
রয়্যাল এনফিল্ড শটগান মেটাভার্স
  • 8/9

কী কী ফিচার্স মিলবে?

ফিচার্সের কথা যদি বলি, এই বাইকে এলইডি হেডলাইট ট্রিপার নেভিগেশন এবং ডুয়েল চ্যানেল এন্ট্রি লক ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে। রয়েল এনফিল্ড লঞ্চের সময়  শটগান ৬৫০ চারটি রং এ পেশ করা হয়েছে। যার মধ্যে স্টেনসিল হোয়াইট, প্লাজমা ব্লু, গ্রিন গ্রিল এবং সিট মেটাল গ্রে সামিল রয়েছে। এর মধ্যে আপনাকে ১৩.৮ লিটারের ট্যাঙ্ক দেওয়া হয়েছে। যা সুপার মেটিওয়েরর চেয়ে প্রায় দুই লিটার ছোট।

রয়্যাল এনফিল্ড শটগান মেটাভার্স
  • 9/9

এর দাম কত?

যদিও এখনও কোম্পানি এই বাইকের দাম ঘোষণা করেনি, কিন্তু মনে করা হচ্ছে যে কোম্পানি এই বাইকের দাম প্রায় ৩ লাখ ৪০ হাজার থেকে সাড়ে ৩ লাখ টাকা পর্যন্ত লঞ্চ করতে পারে। আশা করা হচ্ছে যে এর দাম সুপার মেটিওর ৬৫০ থেকে কম হবে। জানা গিয়েছে শটগান মেটাভার্স এডিশনের শুরুর দাম ৪ লাখ ৩৫ হাজার টাকা ঠিক করা হয়েছে। যার ডেলিভারি ২০২৪ এ শুরু হবে।

Advertisement