scorecardresearch
 
Advertisement
টেক

Royal Enfield Super Meteor 650: ইতালিতে পর্দা উঠল রয়্যাল এনফিল্ডের ক্রুজার বাইক Super Meteor 650-র, ফিদা ফ্যানেরা

Royal Enfield Super Meteor 650
  • 1/6

রয়েল এনফিল্ড সুপার মেটিওর সিক্স ফিফটি

রয়েল এনফিল্ড (Royal Enfield Super Meteor 650) লম্বা অপেক্ষার পর শেষ পর্যন্ত নিজের ক্রুজার বাইক থেকে কার্টন রেজার করে দিয়েছে। কোম্পানি নর্থ ইতালিতে (Italy) মিলান (Milan) শহরে চলা  eicma motorcycle show শোতে নিজের এই নতুন ক্রুজার বাইক সুপার মেটিওর ৬৫০ পেশ করেছে।বাইকটি প্রকাশ্যে আসতেই লোকেরা এই বাইকের ফ্যান হয়ে পড়েছেন। ইটালি থেকে ইন্ডিয়া (India)পর্যন্ত সব জায়গাতেই এর চর্চা এখন তুঙ্গে। রয়েল এনফিল্ড নিজের অফিশিয়াল ওয়েবসাইটে এই বাইক লিস্ট করে দিয়েছে এবং তার সঙ্গেই এর মধ্যে কিছু ডিটেলসকে সামনে এনেছে। নতুন এই ক্রুজার বাইক একাধিক দিক থেকে অত্যন্ত বিশেষ।

রয়েল এনফিল্ড সুপার মেটিওর 650
  • 2/6

ইঞ্জিন ক্ষমতা

রয়েল এনফিল্ড Royal Enfield Super Meteor 650 নিজের বাইক ৬৪৮ সিসির ক্ষমতা যুক্ত টিউন ইঞ্জিন ব্যবহার করছে। যেখানে ৪৭ পিএস এর পাওয়ার এবং ৪৫২.৩ এনএম -র পিক টার্ক জেনারেট করবে, এটা মনে করা হচ্ছে যে এই বাইকের ইঞ্জিন আরও বেশি স্মুথ হবে। যা নাকি ভাইব্রেশন কম করার জন্য ভাল পারফর্ম করবে। সিক্স স্পিড গিয়ার বক্স শামিল করা হয়েছে।

রয়েল এনফিল্ড সুপার মেটিওর 650
  • 3/6

মর্ডান হবে এই বাইকটি

কোম্পানির ফ্ল্যাগশিপ মডেলের হিসেবে রয়েল এনফিল্ডের Royal Enfield Super Meteor 650 এই নতুন ক্রুজার বাইক এডভান্স ফিচার্সের সঙ্গে বাজারে আনতে চলেছে। যা মডার্ন হবে। এর মধ্যে আকর্ষণীয় হুইলের সঙ্গে টিউবলেস টায়ার এবং ত্রিপার নেভিগেশন দেওয়া হচ্ছে। এর ইঞ্জিনের সম্পর্কে আপনার অভিজ্ঞতা থাকলেও এর চেসিস এবং ফ্রেম সম্পূর্ণ হবে নতুন।

Advertisement
রয়েল এনফিল্ড সুপার মেটিওর সিক্স ফিফটি
  • 4/6

নতুন রয়্যাল এনফিল্ড সুপার সিক্সফিফটি Royal Enfield Super Meteor 650

এই বাইকের সাইজের কথা বলতে গেলে এর লম্বা ২২৬০ এমএম, চওড়া ৮৯০ এমএম, উচ্চতা ১১৫৫ এমএম, সিটের উচ্চতা ৭৪০ mm এবং এর  সামগ্রিক ওজন ২০১৪ কেজি এবং ১৩৫ এম এম এর গ্রাউন্ড ক্লিয়ারেন্সও দেবে। একটি ক্রুজার বাইকের হিসেবে লং ট্যুর এর কথা মাথায় রেখে এর মধ্যে ১৫.৭ লিটারের ক্ষমতাযুক্ত ফিউল ট্যাংক দেওয়া হয়েছে।

রয়েল এনফিল্ড সুপার মেটিওর সিক্স ফিফটি
  • 5/6

ভেরিয়েন্ট এবং কালার অপশন

বর্তমান মিটিয়র মডেল হিসেবে এই কোম্পানির বাইকটি আলাদা আলাদা রঙের বিকল্পে সামনে আসতে চলেছে রিপোর্ট অনুসারে এই বাইককে দুটি ভেরিয়ান্টে প্রেস করা হচ্ছে যার মধ্যে স্ট্যান্ডার্ড এবং টু-অরর শামিল রয়েছে। যেখানে কালারের অপশনের কথা বলা হচ্ছে সেখানে এই বাইকটি astro celestial এবং intercteler এর পেইন্ট গ্রুপে পাওয়া যাবে। যা আলাদা আলাদা কালার স্কিমের সঙ্গে বাজারে আসতে অ্যাস্ট্রেল এবং সেলেস্ট্রিয়াল কালার অপশনে টেন্ডার ভার্সন পেশ করা হবে। যেখানে মডেলের ইন্টারস্টেলার রঙে সংযোজন দেখতে পাওয়া যাবে।

রয়েল এনফিল্ড সুপার মেটিওর সিক্স ফিফটি
  • 6/6

দাম এবং কবে লঞ্চ হবে

যদিও রয়েল এনফিল্ড এখনও পর্যন্ত ক্রুজার বাইকটি লঞ্চেরর তারিখ এর বিষয়ে পরিষ্কার কোনও তথ্য দেওয়া হয়নি, কিন্তু মিডিয়া রিপোর্ট অনুযায়ী এটি ইউরোপীয় বাজারে আগামী বছর নামানো হতে চলেছে। সেখানে ইন্ডিয়ান মার্কেটে এটি আগামী বছর এর মাঝামাঝি পর্যন্ত রাস্তায় নেমে পড়বে বলে আশা করা হচ্ছে। দামের কথা বলতে গেলে এটি ফ্লাগশিপ মডেল হিসেবে সাড়ে তিন থেকে চার লাখ টাকার মধ্যে রাখা হবে বলে মনে করা হচ্ছে।

Advertisement