scorecardresearch
 
Advertisement
টেক

Know How Many SIM Card Issued On Your Name: আপনার নামে কটা সিমকার্ড, অন্যজন এখনও ব্যবহার করছে না তো? জানুন সহজেই

আপনার আধারে কতগুলি সিম কার্ড সম্পর্কে জানুন
  • 1/6

সিম কার্ডের সাহায্যে স্ক্যামার্সরা বিভিন্ন রকমের প্রতারণা করে চলেছেন। স্ক্যামাররা কোনও ব্যক্তির আধার নম্বর জোগাড় করে সেই নম্বর থেকে ভুয়ো সিম কিনে নিচ্ছেন। অন্যদিকে বিপদে পড়ছেন আধার কার্ডওয়ালা ব্যক্তি। সাধারণ মানুষের মনেও প্রশ্ন উঠতে শুরু করেছে যে তাদের নামে কতগুলি সিম কার্ড বাজারে চলছে। এটা কী আদৌ জানা সম্ভব?

আপনার আধারে কতগুলি সিম কার্ড সম্পর্কে জানুন
  • 2/6

আপনাকে জানিয়ে দিই এ বিষয়ে জানা সম্ভব। এজন্য যে পদ্ধতি রয়েছে তা অত্যন্ত সহজ। কিন্তু আমরা না জানার কারণে তা বুঝতে পারি না। একটি সরকারি ওয়েবসাইটের সাহায্যে এমন জানা সম্ভব। যদি আপনি জানতে চান যে আপনার আধার কার্ডের নম্বরে কতগুলি সিম জারি রয়েছে তাহলে তার পুরো পদ্ধতি এখানে আপনাকে জানিয়ে দিচ্ছি।

আপনার আধারে কতগুলি সিম কার্ড সম্পর্কে জানুন
  • 3/6

এই ওয়েবসাইট থেকে সাহায্য নিন। এই কাজের জন্য আপনাকে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন (DOT)-এর একটি ওয়েবসাইটের সাহায্য নিতে হবে। আপনাকে সবার আগে টেলিকম ম্যানেজমেন্ট এন্ড কনজিউমার বা TAFCOP এর ওয়েবসাইটে যেতে হবে। এর জন্য আপনাকে আপনার ফোন বা পিসি থেকে https://tafcop.dgtelecom.gov.in ওয়েবসাইট ওপেন করতে হবে।

Advertisement
আপনার আধারে কতগুলি সিম কার্ড সম্পর্কে জানুন
  • 4/6

এরপর আপনি মোবাইল নম্বর এন্টার করতে পারবেন। মোবাইল নম্বর দেওয়ার পরে আপনার কাছে একটি ওটিপি আসবে। এটি ভেরিফাই করে নিন। এরপর আপনার কাছে আপনার নম্বরের সঙ্গে লিঙ্ক থাকা সমস্ত মোবাইল নম্বরে তথ্য সেখানে দেখা যাবে।

আপনার আধারে কতগুলি সিম কার্ড সম্পর্কে জানুন
  • 5/6

যদি আপনার মনে হয় যে কোনও নম্বর ভুলভাবে নেওয়া হয়েছে, বা আপনি সে নম্বরটি নেননি। কিন্তু তা চালু রয়েছে। তাহলে আপনি এটি বন্ধ করাতে রিকোয়েস্ট পাঠাতে পারবেন। এর জন্য আপনাকে আনঅথরাইজড মোবাইল নম্বর অপশনের সামনে রিপোর্ট এবং ব্লক অপশন-এ ক্লিক করতে হবে।

 

আপনার আধারে কতগুলি সিম কার্ড সম্পর্কে জানুন
  • 6/6

ওয়েবসাইটের বক্তব্য অনুযায়ী এই সার্ভিস এখনও পর্যন্ত সিলেক্টেড রাজ্যে পাওয়া যাচ্ছে. কিন্তু ওই লিস্টেড রাজ্য ছাড়াও অন্য রাজ্যের জন্যও এটি ট্রাই করে দেখা গিয়েছে, এটি কাজ করছে। অর্থাৎ বেশিরভাগ রাজ্যতেই এই সার্ভিস এখন চালু হয়ে গিয়েছে।

Advertisement