scorecardresearch
 
Advertisement
টেক

২১ জুলাই ভারতে লঞ্চ হচ্ছে Samsung এর নয়া ফোন, নতুন কি থাকছে, জানেন ?

স্যামসংয়ের নয়া ফোন
  • 1/6

স্যামসাং Galaxy M21 2021 এডিশনের ফোনয়ি ২০২০ কুড়ি এডিশনের এই ফোনটিরই আপগ্রেডেড ভার্সন। ২১ জুলাই ভারতে লঞ্চ করতে চলেছে ফোনটি। আমাজন থেকে এই তথ্য মিলেছে। এই নতুন ফোনের জন্য আমাজন একটি নতুন ডেডিকেটেড মাইক্রো সাইট তৈরি করা হয়েছে। যেখানে ক্লিক করলেই মিলবে সম্পূর্ণ তথ্য। এই নতুন ফোনটি গতবছর গ্যালাক্সি এম টুয়েন্টি ওয়ানের তুলনায় আরও বেশি আপগ্রেডেড প্রাইমারি ক্যামেরা সাথে পাওয়া যাবে।

স্যামসংয়ের নয়া ফোন
  • 2/6

আমাজনের তরফে দেওয়া তথ্যে বলা হয়েছে যে গ্যালাক্সি Galaxy M21 2021 এডিশন ভারতে ২১ জুলাই দুপুর ১২ টায় লঞ্চ করা হবে। এই ফোনে আমাজন প্রাইম আগে থেকেই ডাউনলোড করা থাকবে। ইনবিল্ট আমাজন প্রাইম-এ আরও অনেক বেশি ঝকঝকে ভিডিও দেখা যাবে। ২৬ এবং ২৭ জুলাই এগুলি বাজারে চলে আসবে।

স্যামসংয়ের নয়া ফোন
  • 3/6

গ্রাহকের জন্য এইচডিএফসি ব্যাংকের সঙ্গে আলাদা টাই আপ তৈরি করা হয়েছে। এইচডিএফসি ব্যাংক থেকে পেমেন্ট করলে ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। পাশাপাশি Galaxy M21 2021 এডিশনের এই ফোনটি আর্থিক ব্লু এবং চারকোল ব্ল্যাক রঙে মিলবে।

Advertisement
স্যামসংয়ের নয়া ফোন
  • 4/6

অ্যামাজন মাইক্রো সাইট এই লঞ্চের আগে Galaxy M21 2021 এডিশনে কিছু স্পেসিফিকেশনের কথা বলা হয়েছে। মনে করা হচ্ছে যে আসন্ন লঞ্চ হওয়া ফোনটিতে গত বছরের লঞ্চ হওয়া ফোনের সঙ্গে বেশ কিছু মিল থাকবে।

স্যামসংয়ের নয়া ফোন
  • 5/6

এর মধ্যে ৬.৪ ইঞ্চির এইচডি প্লাস সুপার এমোলেড ইনফিনিটি ডিসপ্লে এবং ছয় হাজার এমএএইচ ব্যাটারি থাকবে। পাশাপাশি ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার এই ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে। এই ক্যামেরা সেটআপ এবং প্রাইমারি সেন্সর রেজুলেশন আগের বছর লঞ্চ করা Galaxy M21 ২০২০ এর মতোই থাকছে। কিন্তু এই ফোনে আইসো সেল gm2 প্রাইমারি ক্যামেরার সেন্সর এর সাথে লঞ্চ করা হচ্ছে।

 

স্যামসংয়ের নয়া ফোন
  • 6/6

গত বছর লঞ্চ করা ৪৮ মেগাপিক্সেলের আইএসএসএল জিএমওয়ান এর আপডেট ভার্সন হবে। এর মধ্যে ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এঙ্গেল ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের সেনসর থাকবে।

Advertisement