scorecardresearch
 
Advertisement
টেক

ভারতে বাতিল ২০ লাখ Whatsapp অ্যাকাউন্ট, আপনারটা ঠিক আছে তো?

দেশজুড়ে বাতিল করা
  • 1/5

দেশজুড়ে বাতিল করা হয়েছে প্রায় ২০ লাখ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। সম্প্রতি এমনটাই দাবি করেছে এই সংস্থা। দেশের নয়া তথ্য ও প্রযুক্তি আইন অনুযাযী এই অ্যাকাউন্টগুলি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে এই সংস্থা। 

গত এক মাসে
  • 2/5

গত এক মাসে হোয়াটসঅ্যাপ ভারত থেকে ৩৪৫টি অভিযোগ পেয়েছে। মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে বর্তমানে ভারতে ৪৫০ মিলিয়ন গ্রাহক আছে। গুগল, ট্যুইটার এবং ফেসবুকের পরে হোয়াটসঅ্যাপ চতুর্থ সংস্থা, যা নয়া নিয়ম মেনে অফিসার নিয়োগ করেছে এবং রিপোর্ট পাবলিশ করেছে।

সংস্থা জানিয়েছে,
  • 3/5

সংস্থা জানিয়েছে, নিষিদ্ধ হওয়া অ্যাকাউন্টগুলোর মধ্যে ৯৫ শতাংশই ভুয়ো মেসেজ পাঠাত। সংস্থা জানিয়েছে, ক্ষতিকারক কিংবা ভুয়ো মেসেজ প্রেরণ রুখতেই তাদের এই পদক্ষেপ।

Advertisement
হোয়াটসঅ্যাপ
  • 4/5

হোয়াটসঅ্যাপ প্রতিবেদনে বলেছে, 'আমরা আমাদের ব্যবহারকারীদের সুরক্ষিত রাখতে টেকনোলজি-সহ বিভিন্ন ক্ষেত্রে ধারাবাহিকভাবে বিনিয়োগ করি। আমাদের ফোকাস হল অ্যাকাউন্টগুলিকে ক্ষতিকারক বা অযাচিত বার্তা পাঠানো থেকে বিরত রাখা। কেবল ভারতে ১৫ মে থেকে ১৫ জুন পর্যন্ত ২ মিলিয়ন অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছি।

হোয়াটসঅ্যাপ
  • 5/5

হোয়াটসঅ্যাপ জানিয়েছে তারা অ্যাকাউন্ট বাতিলের পাশাপাশি বাকি অ্যাকাউন্টগুলির তথ্যও খতিয়ে দেখছে। সেখানে প্রোফাইল পিকচার, স্টেটাস এবং গ্রুপ ছবি ইত্যাদি রয়েছে।
 

Advertisement