scorecardresearch
 
Advertisement
টেক

ভ্যাকসিনের ভুয়ো মেসেজে সাবধান! অ্যাকাউন্ট হতে পারে খালি

করোনার ভ্যাকসিন
  • 1/6

করোনার ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে CoWIN অ্যাপে স্লট বুক করতে হয়। কিন্তু এখন এর পিছনেও চলছে জালিয়াতি। হ্যাকরা এই ভ্যাকসিন বুকিংয়ের সুযোগে ছড়িয়ে দিচ্ছে ম্যালওয়ার।
 

প্রথমে গ্রাহকদের মোবাইলে
  • 2/6

প্রথমে গ্রাহকদের মোবাইলে একটি এসএমএস প্রেরণ করা হয়। এতে বলা হয় বিনামূল্যে করোনার টিকা দেওয়ার স্লট বুক করার কথা। এসএমএসের সঙ্গে একটি লিঙ্কও থাকে। এই লিঙ্কটি অ্যান্ড্রয়েড ম্যালওয়্যারের। যখন কোনও ব্যক্তি লিঙ্কটিতে ক্লিক করেন, তখন তার ফোনে একটি ম্যালওয়্যার ইনস্টল হয়ে যায়।
 

এই ম্যালওয়ার
  • 3/6

এই ম্যালওয়ার তারপরে ফোন নম্বর ও মেসেজ অ্যাক্সেসের জন্য অনুমতি চায়। গবেষকার জানিয়েছে, চলতি বছরের এপ্রিল থেকে এই ম্যালওয়ারের দাপট শুরু হয়েছে। এখনও এটি সক্রিয় আছে। 

Advertisement
এই ম্যালওয়ার
  • 4/6

এই ম্যালওয়ার বিভিন্ন নামে রয়েছে। সবথেকে পরিচিত নামগুলি হল Covid-19 vaccine, Covid-19 vaccine registration, Vaccine Register, My-Vaci। সম্প্রতি Computer Emergency Response Team ফেক কোউইন রেজিস্ট্রেসন এসএমএস সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে বলেছেন।
 

ওই সংস্থার দাবি
  • 5/6

ওই সংস্থার দাবি, হ্যাকরার সাধারণ মানুষকে প্রথমে একটি ভুয়ো মেসেজ থাকে। সেখানে ভ্যাকসিনের রেজিস্ট্রেশন কিংবা স্লট বুক করার কথা বলা হয়। সেই ফাঁদে পা দিয়ে অনেকেই বিপদ ডেকে আনেন। 

এই অ্যাপ ব্যক্তিগত
  • 6/6

এই অ্যাপ ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে। পাশাপাশি টাকাও নিয়ে নিতে পারে। তাই এই বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। 

Advertisement