scorecardresearch
 
Advertisement
টেক

Aadhar-PAN লিঙ্ক এবার ৫ মিনিটেই! জানুন সহজ পদ্ধতি

আয়কর দাখিল
  • 1/6

আয়কর দাখিল-সহ একাধিক ক্ষেত্রে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা প্রয়োজন। প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না হলে জলদি তা করা প্রয়োজন। কীভাবে করবেন প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক, জানুন বিশদে।

প্যান কার্ডের
  • 2/6

প্যান কার্ডের সঙ্গে অফলাইন এবং অনলাইন উভয় ভাবেই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা যেতে পারে। অনলাইনে লিঙ্ক করার জন্য খুব সহজ পদ্ধতি রয়েছে যা আপনাকে অনুসরণ করতে হবে। এর জন্য আপনাকে আয়কর বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এই লিঙ্কের সময়সীমা ৩০শএ জুন পর্যন্ত দেওয়া হয়েছে। এটির পরে লিঙ্ক করার জন্য আপনাকে একটি জরিমানা দিতে হতে পারে।

প্যান কার্ডকে
  • 3/6

প্যান কার্ডকে আধার কার্ডের সঙ্গে সংযুক্ত করার আগে প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র আপনার কাছে রাখুন। এগুলি ছাড়াও আপনার আধার সঙ্গে সংযুক্ত একটি মোবাইল নম্বর রয়েছে। ওটিপি যাচাইয়ের জন্য এই নম্বরটিতে মেসেজ আসতে পারে।

Advertisement
লিঙ্ক করানোর জন্য
  • 4/6

লিঙ্ক করানোর জন্য প্রথমে আপনি আয়কর বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে যান। এখানে লিঙ্ক বিভাগে Link Aadhaar অপশনে ক্লিক করুন। এটি আপনাকে একটি ফর্মে নিয়ে যাবে। সেখানে আপনাকে প্যান কার্ড এবং আধার কার্ড নম্বর সহ আপনার নাম দিতে হবে।

ফর্মটি পূরণ করার পরে
  • 5/6

ফর্মটি পূরণ করার পরে, I agree to validate my Aadhaar details with UIDAI অপশনে টিক চিহ্ন দিন। এর পরে একটি কোড রয়েছে, সেটা দেখে আপনাকে লিখতে হবে। সেটি হয়ে গেলে লিঙ্ক আধার অপশনে ক্লিক করুন। তারপরেই আপনার রেজিস্টার করা নম্বরে একটি ওটিপি আসবে। ওটিপি লিখে দেওয়ার পরেই, একটি সাকসেস মেসেজ আপনার মোবাইলে চলে আসবে। 
 

প্যান কার্ডের সঙ্গে
  • 6/6

প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের ঠিকভাবে লিঙ্ক হয়েছে কিনা, তা জানার জন্য আপনাকে আয়কর দফতরের ওয়েবসাইটে যেতে হবে। সেখানে  To view status অপশনে গিয়ে দেখতে পারবেন। এই অপশনে যাওয়ার জন্য আপনাকে আধার ও প্যান উভয় কার্ডের নম্বরই দিতে হবে। তারপরেই আপনি দেখতে পারবেন আপনার প্যান ও আধার কার্ড লিঙ্ক রয়েছে কিনা। 
 

Advertisement