scorecardresearch
 
Advertisement
টেক

Google থেকেও এবার ভ্যাকসিনের স্লট বুক, জেনে নিন কীভাবে

Google
  • 1/10

ভারতীয় ইউজাররা  এখন  Google Search, Google Maps এবং  Google Voice Assistants-এর মাধ্যমে  Covid-19  সম্পর্কিত তথ্য পেতে পারেন। 
 

Google
  • 2/10

Google ঘোষণা করেছে যে    Covid-19 vaccine-এর সঙ্গে সম্পর্কিত তথ্য যেমন ভ্যাকসিনের প্রাপ্যতা,দাম এখন  গুগল সার্চ এবং গুগল ম্যাপের মাধ্যমে  দেখা যাবে।
 

Google
  • 3/10

ইউজাররা এখন ভ্যাকসিন সেন্টার  অনুসন্ধান করে স্লটও বুক করতে পারেন। দেশে Covid-19-এর প্রভাব এখনও আছে। এমন পরিস্থিতিতে, প্রত্যেককে অবশ্যই ভ্যাকসিন নিতে হবে। 

Advertisement
Google
  • 4/10

গুগল বলেছে যে করোনা টিকা অভিযানে আরও গতি আনতে তার পরিষেবায় বেশ কিছু নতুন ফিচার যোগ করা হয়েছে।

Google
  • 5/10

চলতি সপ্তাহতেই, গুগল ম্যাপস (Google Maps), গুগল অ্যাসিস্ট্যান্ট (Google Assistant) এবং সার্চ (Google Search) ইউজারদের কাছাকাছি কোভিড-টিকা কেন্দ্রের বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত করবে। 

Google
  • 6/10

ভ্যাকসিনের প্রাপ্যতা এবং অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে রিয়েল-টাইম তথ্য প্রদানের জন্য ভারতের কোউইন পোর্টাল (CoWIN portal) থেকে এপিআই (API) সিস্টেমের মাধ্যমে এই পরিষেবাটি চালিত হবে।
 

Google
  • 7/10

এর জন্য, ইউজারকে কেবল গুগল সার্চে Covid vaccine near me করতে হবে। এর পরে এটি নিকটবর্তী হাসপাতালের তালিকা দেখান হবে যেখানে  কোভিড -১৯ ভ্যাকসিনের স্লট পাওয়া যাবে।  এটি থেকে নিকটতম ভ্যাকসিন কেন্দ্রে  স্লট বুকে করতে পারবেন আপনি কোভিড প্রথম বা দ্বিতীয় ডোজের জন্য।

Advertisement
Google
  • 8/10

গুগল সার্চের ডিরেক্টর হেমা বুদারাজু এক বিবৃতিতে বলেন, এই মুহূর্তে কোভিড এড়ানোর একমাত্র উপায় টিকা। এজন্য নিকটস্থ টিকা কেন্দ্র, টিকার প্রাপ্যতা, মূল্য সম্পর্কে তথ্য থাকা জরুরি।

Google
  • 9/10

ব্যবহারকারীরা কাছাকাছি এলাকা বাদে যেকোন নির্দিষ্ট স্থানেরও কোভিড -১ সম্পর্কিত তথ্য পেতে পারবেন। গুগল সার্চ, গুগল ম্যাপ এবং গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে এই তথ্য পাওয়া যাবে। ইংরেজি ছাড়াও, আটটি ভারতীয় ভাষায় এই বিষয়ে তথ্য পাওয়া যাবে। যার মধ্যে রয়েছে বাংলাও।

Google
  • 10/10

গুগলের তরফে জানানো হয়েছে কোউইনের টিমের সঙ্গে যৌথভাবে এই কাজ চালিয়ে যাচ্ছে তারা। চলতি বছরের মার্চ মাস থেকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে যৌথ উদ্যোগে ভ্যাকসিন সেন্টার সংক্রান্ত তথ্য দিতে শুরু করে গুগল।

Advertisement