scorecardresearch
 
Advertisement
টেক

কোয়ালিটি বজায় রেখে এভাবে খুব সহজেই WhatsApp-এ পাঠান HD ছবি

প্রতীকী ছবি
  • 1/6

WhatsApp-এ ছবি পাঠানোর সময় তা কমপ্রেস হয়ে যায়। ফলে রিসিভার যে ছবি পান তার গুণমান কমে যায়। এক্ষেত্রে যাতে ছবির গুণমান একই রেখে তা পাঠান যায় তারজন্য একটি ফিচারের ওপর কাজ করছে WhatsApp। 
 

প্রতীকী ছবি
  • 2/6

তবে এই ফিচার আসার আগেই বেশ কয়েকটি উপায় আছে, যাতে সেন্ডার হাই কোয়ালিটিতেই ছবি পাঠাতে পারবেন। জেনে নিন এর সবচেয়ে সহজ উপায়। 
 

প্রতীকী ছবি
  • 3/6

WhatsApp-এ ছবির গুণমান ঠিক রেখে পাঠানোর সবচেয়ে সহজ উপায় হল সেটিকে ডকুমেন্ট হিসেবে পাঠানো। যদি আপনি একটি বা ২টি ছবি পাঠাতে চান তাহলে এই পদ্ধতি খুবই কার্যকরী। 
 

Advertisement
প্রতীকী ছবি
  • 4/6

এর জন্য আপনি যাঁকে ছবি পাঠাতে চান প্রথমে তাঁর চ্যাটটি খুলতে হবে। এরপর ক্লিপের ছবিতে ক্লিক করে Document অপশানটি সিলেক্ট করতে হবে। সেটিতে ক্লিক  করলে নন-ইমেজ ফাইলগুলি দেখতে পাবেন। তারপর আপনাকে Browse বা Browse other docs অপশানে ক্লিক করতে হবে। 

প্রতীকী ছবি
  • 5/6

এরপর যে ফটোটি পাঠাতে চাইছেন সেটি সিলেক্ট করতে হবে। তারপর সেন্ড অপশানে ক্লিক করলে ছবিটি প্রকৃত গুণমানেই পাঠাতে পারবেন। 

প্রতীকী ছবি
  • 6/6

আর যদি বেশি পরিমান ছবিকে অরিজিনাল কোয়ালিটিতে পাঠাতে চান চাহলে Zip and Attach File পদ্ধতি ব্যবহার করতে পারেন। এছাড়া File Commander বা QuickPic অ্যাপ ডাউনলোড করে সমস্ত ছবিকে Zip ফাইলের মধ্যে দিয়ে ডকুমেন্ট করেও পাঠাতে পারেন।

Advertisement