scorecardresearch
 
Advertisement
টেক

Whatsapp Message Reactions : এবার WhatsApp-এও মিলবে Facebook-Instagram-এর মতো ফিচার

Whatsapp to start Message Reactions feature like Facebook and Instagram abk one
  • 1/12

Whatsapp Message Reactions: দুনিয়ার অন্যতম জনপ্রিয় অ্য়াপ হোয়টসঅ্যাপ (Whatsapp)। এ নিয়ে কোনও সন্দেহ নেই। দিন কয়েক আগে সেটি বসে গিয়েছিল। আর সারা দুনিয়ায়া হইহই লেগে গিয়েছিল।

Whatsapp to start Message Reactions feature like Facebook and Instagram abk two
  • 2/12

সেখানে নিত্যনতুন ফিচার যোগ করা হয়। আবারও তা করা হতে চলেছে বলে জানা যাচ্ছে।

Whatsapp to start Message Reactions feature like Facebook and Instagram abk three
  • 3/12

তা চালু হলে ইউজার হোয়াটসঅ্যাপ (Whatsapp)-এ কোনও মেসেজে জবাব দিতে পারবেন। এই ফিচারের নাম হল মেসেজ রিঅ্যাকশন (Message Reactions)।

Advertisement
Whatsapp to start Message Reactions feature like Facebook and Instagram abk four
  • 4/12

এটা চালু হয়ে গেলে ইউজার বাকি আরও সোশ্যাল মিডিয়ার মতো মেসেজেও জবাব দিতে পারবেন। এখন ইন্সটাগ্রাম, ফেসবুকে এই পরিষেবা বা ফিচার চালু রয়েছে।

Whatsapp to start Message Reactions feature like Facebook and Instagram abk five
  • 5/12

শুধু তাই নয়, এই ফিচার মানে মেসেজ রিঅ্যাকশন নোটিফিকেশনেও কাজ করবে।

Whatsapp to start Message Reactions feature like Facebook and Instagram abk six
  • 6/12

ডব্লুএবিটাইনফো (WABetaInfo) জানাচ্ছে, হোয়াটসঅ্য়াপ (Whatsapp) নতুন একটা ফিচার নিয়ে কাজ করছে। আর তার নাম রিঅ্যাকশন (Message Reactions) নোটিফিকেশন। এটা ব্যবহার করে হোয়াটসঅ্যাপ ইউজার ঠিক করে নিতে পারবেন, রিঅ্যাকশন নোটিফিকেশন কী করে কাজ করবে। তা নিয়ে হোয়াটসঅ্যাপ (Whatsapp) কাজ করে চলেছে।

Whatsapp to start Message Reactions feature like Facebook and Instagram abk seven
  • 7/12

এর ফলে রিঅ্যাকশন (Message Reactions) নোটিফিকেশনকে ডিজঅ্যাবেল বা তার ধরনে বদল আনা যায়। এ নিয়ে একটি স্ক্রিনশটও শেয়ার করা হয়েছে। তার মাধ্যমে দেখানো হয়েছে, সেটি চালু হলে হোয়াটসঅ্যাপের ইন্টারফেস কী রকম হতে পারে।

Advertisement
Whatsapp to start Message Reactions feature like Facebook and Instagram abk eight
  • 8/12

স্ক্রিনশটে দেখানো হয়েছে, আসতে চলা রিঅ্যাকশন নোটিফিকেশন হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন সেটিংসে থাকবে। এটা গ্রুপ নোটিফিকেশন আর মেসেজ নোটিফিকেশনের সঙ্গে থাকবে। গ্রুপ নোটিফিকেশন আর মেসেজ নোটিফিকেশনের মতো রিঅ্যাকশন নোটিফিকেশন (Message Reactions) সেটিংসে দুই সেট থাকবে।

Whatsapp to start Message Reactions feature like Facebook and Instagram abk nine
  • 9/12

এর মধ্যে প্রথম বোতামটি দিয়ে ইউজার মেসেজ নোটিফিকেশনকে চালু বা বন্ধ রাখতে পারবে। আর দ্বিতীয় সেটিংস দিয়ে ইউজার মেসেড রিঅ্যাকশনের জন্য টোন সিলেক্ট করতে পারবেন। 

Whatsapp to start Message Reactions feature like Facebook and Instagram abk ten
  • 10/12

এই ফিচার আপাতত ডেভলপমেন্ট স্টেজে আছে। তাড়াতাড়ি বিটা ইউজারদের জন্য এটি চালু করে দেওয়া হবে।

Whatsapp to start Message Reactions feature like Facebook and Instagram abk eleven
  • 11/12

তারা (Whatsapp) ভয়েস ট্রান্সক্রিপশন (Voice Transcription) নিয়েও কাজ করছে। এর আগে তারা থার্ড পার্টি অ্যাপের সাহায্যে এই পরিষেবা আনার চেষ্টা করেছিল। এবার নিজেরা তা করতে চাইছে। তেমনই জানা গিয়েছে।

Advertisement
Whatsapp to start Message Reactions feature like Facebook and Instagram abk twelve
  • 12/12

সেই কাজ শুরু করে দিয়েছে তারা। জানা গিয়েছে, এই নয়া পরিষেবা অপশনাল হতে পারে। মানে যারা চাইবেন না, তারা এই পরিষেবা না-ও নিতে পারেন। 

Advertisement