scorecardresearch
 
টেক

এত সস্তা আইফোন ১২ ! আমাজনে লুটমার অফার

আইফোন ১২
  • 1/6

আইফোন ১২, অ্যাপেল এর অন্যতম জনপ্রিয় হ্যান্ডসেট। যদি আপনি এই আইফোন কিনতে চান, এটাই হচ্ছে সঠিক সময়। কারণ আমাজনে এই আইফোনে বিশেষ মডেলটিতে মিলছে ব্যাপক ছাড়।

আইফোন ১২
  • 2/6

আপাতত আমাজনে আইফোন ১২ এর বিক্রি ৭০ হাজার ৯০০ টাকায় করা হচ্ছে। ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ-এ ই ভেরিয়েন্ট এবং সাদা রঙের মডেলটির জন্যই এই দাম ধরা হয়েছে।

আইফোন ১২
  • 3/6

যার দাম প্রায় ন হাজার টাকা মূল দামের চেয়ে কমানো হয়েছে। ১২৮ জিবি স্টোরেজ এর কালো রঙের মডেলটির দাম রাখা হয়েছে ৭৯ হাজার ৮৯৯ টাকা।

আইফোন ১২
  • 4/6

এছাড়াও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ বিশিষ্ট যে মডেলটি রয়েছে, সেটি অবশ্য এই মুহূর্তে স্টকে নেই বিভিন্ন কালারের একই মডেলের বিভিন্ন রকম দাম আছে। আপনাকে সবচেয়ে সস্তা যে মডেলগুলো রয়েছে, সে বিষয়ে জানিয়ে দেওয়া হল। আমাজনের সাইটে লিমিটেড পিরিয়ড অফারে এই সুবিধা মিলবে।

আইফোন ১২
  • 5/6

২০২০-এর শেষের দিকে লঞ্চ হয়েছিল আইফোন টুয়েলভ। এর মধ্যে ৪ জিবি রাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ এর সাথে হেক্সা কোর apple-এর বায়োনিক প্রসেসর পাওয়া যাচ্ছে। পাশাপাশি ফাইভ-জি সাপোর্ট মিলছে এই ভেরিয়েন্ট।

 

আইফোন ১২
  • 6/6

ছবি তোলার জন্য ১২ মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দেওয়া আছে। আবার সেলফির জন্য ফ্রন্ট ক্যামেরা রয়েছে ১২ মেগাপিক্সেল আইডির জন্য এই ক্যামেরা কাজ করবে। ৪কে ভিডিও শুট করা যাবে এ ক্যামেরা দিয়ে।