scorecardresearch
 
Advertisement
টেক

হ্যাক হবে না Instagram অ্যাকাউন্ট! জেনে নিন এই সহজ টিপসগুলি

Instagram বর্তমানে
  • 1/6

Instagram বর্তমানে বেশ জনপ্রিয়। কিন্তু হ্যাকিং এর ভয় বাকি সোশ্যাল মিডিয়ার মতো এখানেও রয়েছে। তবে কিছু সহজ টিপস রয়েছে, যেগুলি ঠিকমতো মানলে সহজে কেউ আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করতে পারবে না।

ইনস্টাগ্রাম সম্প্রতি
  • 2/6

ইনস্টাগ্রাম সম্প্রতি সিকিউরিটি চেপআপ নামে নয়া একটি ফিচার এনেছে। এর ফলে আপনার অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেলে এই ফিচারটি সাহায্য করবে। এর ফলে আপনি আপনার লগ ইন অ্যাক্টিভিটি ও প্রোফাইল তথ্য রিভিউ করতে পারবেন। ফলে ফোন নম্বর ও মেলের সাহায্যে অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা সম্ভব হবে। 

তবে সবথেকে
  • 3/6

তবে সবথেকে জরুরি টু-ফ্যাক্টর অথেনটিকেশন সিস্টেম ইনস্টাতে সক্রিয় রাখা। এর ফলে অন্য কেউ লগ ইন করতে পারবে না। এই ফিচারের ফলে আপনার কাছে ওটিপি চলে আসে। 

Advertisement
লগ ইন রিকোয়েস্ট
  • 4/6

লগ ইন রিকোয়েস্ট সক্রিয় করে দিন। এর ফলে কেউ যদি আপনার অ্যাকাউন্ট লগ ইন করে, তাহলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আপনি চাইলে সেটি বাতিলও করতে পারেন। 

আপনি কোন ডিভাইসে
  • 5/6

আপনি কোন ডিভাইসে ইনস্টাগ্রামে লগ ইন করেছেন তা ট্র্যাক করা যায়। এর জন্য আপনাকে ইনস্টাগ্রাম সেটিংসে যেতে হবে। সেখান থেকে সিকিউরিটি অপশনে যেতে হবে। সেখানেই আপনির লগইন অ্যাক্টিভিটি দেখতে পাবেন।

যদি কখনও
  • 6/6

যদি কখনও আপনার মোবাইলে মেসেজ আসে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সমস্যা হয়েছে। ভুলেও সেই মেসেজের সঙ্গে থাকা কোনও লিঙ্কে ক্লিক করবেন না। কারণ ইনস্টাগ্রাম এমন কোনও মেসেজ গ্রাহকদের পাঠায় না। 

Advertisement