scorecardresearch
 
Advertisement
টেক

সঙ্গী লুকিয়ে Whatsapp-এ কার সঙ্গে চ্যাট করছে? জানা যাচ্ছে এভাবে

হোয়াটসঅ্যাপ রয়েছে গলদ
  • 1/6

হোয়াটসঅ্যাপ রয়েছে গলদ। একটি ওয়েবসাইটে সাহায্যের সহজেই নজর রাখা যাচ্ছে কারোর হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভিটির উপরে। কখন অনলাইন হচ্ছে, কখন অফলাইন হচ্ছে। সব তথ্যই পাওয়া যাচ্ছে এই ওয়েবসাইট থেকে।

Traced নামে ওয়েবসাইট
  • 2/6

Traced, WhatsApp Online Status Tracker নামে ওয়েবসাইটগুলি থেকে এগুলি করা যাচ্ছে। তবে সংস্থা জানিয়েছে বৈধ উপায়ে তা করা হয়। সাধারণত এটি একটি গোয়েন্দা ওয়েবসাইট। বিবাহিত সঙ্গীর উপর সন্দেহ, বয়ফ্রেন্ড কিংহা গার্লফ্রেন্ডের উপর সন্দেহ, সম্পর্কে তৃতীয় ব্যক্তি নানা ধরনের জটিলতা কাটাতে এই ওয়েবসাইটের দ্বারস্থ হন অনেকে।  

যার উপর নজরদারি
  • 3/6

যার উপর নজরদারি করতে চান তার নম্বর দিতে হয়। সেই সঙ্গে দিতে হয় আরও কিছু তথ্য। তারপরেই আপনি জানতে পারবেন সে কখন অনলাইন কিংবা অফলাইন হচ্ছে। কী স্টেটাস দিচ্ছে।
 

Advertisement
তবে এটি কিন্তু হ্যাকিং নয়
  • 4/6

তবে এটি কিন্তু হ্যাকিং নয়। এটিকে বলা হয় ট্র্যাকার। এক জন ট্র্যাকার দাবি করেছেন, বিভিন্ন ব্যক্তিদের উপর নজরদারি করতে সাধারণত তাদের প্রয়োজন পড়ে। এর মধ্যে ওই ব্যক্তি কাকে মেসেজ করছেন সেটাও জানা যায়। 

আপাতত এই
  • 5/6

আপাতত এই ওয়েবসাইটগুলির রমরমা শুরু হচ্ছে। অনেকেই এই ওয়েবসাইটগুলির দ্বারস্থ হচ্ছেন।  ট্র্যাকাররা জানিয়েছে সাধারণত বিবাহ সম্পর্কিত বেশির ভাগ মামলা আসে তাদের কাছে। 

তবে এতেও প্রশ্ন উঠছে
  • 6/6

তবে এতেও প্রশ্ন উঠছে, অনেকেই বলছেন এসব ট্র্যাকারের সাহায্যে যদি কারোর হোয়াটসঅ্যাপে এতো কিছু জানা যায়। তাহলে তথ্যও চুরি হতে পারে। তবে আপাতত যা জানা যাচ্ছে মূলত নজরদারি জন্যই এই পদ্ধতি নিচ্ছেন অনেকে।

Advertisement