এখনকার দিনে মাল্টিপ্লেয়ার কিংবা ব্যাটল ব়য়্যাল, রেসিং মুডের একাধিক গেম বিখ্যাত হয়েছে। তার মধ্যে রয়েছে CODM, Free Fire, Fun Run 3। প্রত্যেকটি গেম ডাউনলোড করার পরে আপডেট হতে নিয়ে নেয় প্রায় কয়েক জিবি মেমরি। অনেকের মোবাইল এতো বিরাট পরিমাণ জায়গা থাকে না। ফলে অনেকেই রয়েছে এমন যারা গেমগুলিও খেলতে পারেন না।
এছাড়া অনেকেই রয়েছেন, যারা কোনও গেম ডাউনলোড করার আগে ভাবেন আদৌ গেমটি কেমন হবে। ফলে এমন দোটানা থেকেও মুক্তি মিলবে এবার।
প্রথমে যে গেমটি খেলতে চান, সেটি লিখে সার্চ করুন। ধরুন আপনি Free Fire খেলতে চান। এটি গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করুন। অ্যাপটি খোলার পরে আপনাকে ইনস্টল অপশন দেখাবে। ঠিক তার বাঁদিকে রয়েছে Try Now।
কিন্তু বর্তমানে কিছু গেম নতুন একটি ফিচার যুক্ত করেছে গুগল প্লে স্টোরে। যার ফলে আপনি চাইলে কিছু সময়ের জন্যও গেমটি খেলতে পারেন। পুরো বিষয়টি হবে সম্পূর্ণ অনলাইনে। এর জন্য আপনাকে আলাদা করে গেম আর ডাউনলোড করতে হবে না।
এই অপশনটিতে ক্লিক করলে আপনি গেমটি ৩ মিনিট খেলতে পারবেন। এর জন্য অ্যাপ আপনাকে ডাউনলোড করতে হবে না। সাধারণ গেমের মতো সবকিছু পাবেন ওই ৩ মিনিটে।