এখন নগদের তুলনায় অনলাইনেই আর্থিক লেনদেন করতেই পছন্দ করেন বহু মানুষ। ইউপিআইয়ের মাধ্যমে ছোট-বড় দোকানে চলে আর্থিক লেনদেন। ডিজিটাল অর্থনীতিকে মজবুত করতেই ইউপিআই পদ্ধতিতে জোর দেওয়া হচ্ছে। সহজও করা হচ্ছে। আগে ইউপিআই অ্যাকটিভেশনের জন্য ডেবিট কার্ডের প্রয়োজন হত। এবার আধার কার্ডের নম্বর দিয়েও অ্যাক্টিভেট করা যাবে ইউপিআই।
ইউপিআই আইডি তৈরি করার জন্য আগে ইউপিআই পিন তৈরি করতে হত। এই প্রক্রিয়ার জন্য ডেবিট কার্ডের নম্বর দরকার হত। তবে অনেকের কাছেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেও, ডেবিট কার্ড না থাকায় তারা ইউপিআই অ্যাকাউন্ট খুলতে পারতেন না। এবার আধার কার্ডের মাধ্যমেও ইউপিআই আইডি তৈরি করা যাবে।
ইউপিআই আইডি আধার কার্ড ভিত্তিক ওটিপি অথেনটিকেশনের মাধ্যমেও তৈরি করা যাবে। আধার ই-কেওয়াইসির মাধ্যমে গ্রাহকরা ফোনপে বা গুগল পে অ্যাপে ইউপিআইয়ের যাবতীয় পরিষেবা অর্থাৎ আর্থিক লেনদেন করতে পারবেন।
এবার পেমেন্ট ইন্সট্রুমেন্ট ট্যাবে গিয়ে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশনে ক্লিক করুন। আপনি যে ব্যাঙ্কের গ্রাহক, তা বেছে নিন এবং ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি অথেনটিকেশন দিয়ে মোবাইল নম্বর ভেরিফাই করুন।
এবার ইউপিআই অ্যাকাউন্ট ডিটেইল সেভ করে নেবে এবং তা ইউপিআই-র সঙ্গে লিঙ্ক করে নেবে। এবার ইউপিআই পিন সেট করুন।
দুটি অপশন আসবে আপনাদের সামনে, ডেবিট কার্ড ও আধার কার্ড। আধার কার্ড অপশনে ক্লিক করলে যে বক্স আসবে, তাতে আধার কার্ডের শেষ ছটি সংখ্যা বসাতে হবে। এবার রেজিস্টার মোবাইল নম্বরে ওটিপি আসবে।