scorecardresearch
 
Advertisement
টেক

UPI বিভ্রাটে জেরবার Google Pay, Paytm আর PhonePe

UPI ডাউন
  • 1/6

রবিবার আচমকা ইউপিআই (Unified Payments Interface) পরিষেবায় বিপত্তি। ব্যবহারকারীদের অভিযোগ, ইউপিআই-র মাধ্যমে লেনদেন করা যাচ্ছে না। টুইটারে নিজেদের অভিজ্ঞতার কথা লিখেছেন তাঁরা।       

UPI ডাউন
  • 2/6

নেট মাধ্যমে লেনদেনের জন্য ইউপিআই (UPI) প্রযুক্তি তৈরি করেছে জাতীয় পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। ডিজিটাল ভারতে দ্রুত বাড়ছে এর ব্যবহার। ফলে ইউপিআই ডাউন থাকায় সমস্যায় পড়ছেন গ্রাহকরা। 

UPI ডাউন
  • 3/6

রবিবার বিকেল থেকে Google Pay, Paytm আর PhonePe অ্যাপ কাজ করছে না বলে জানিয়েছেন ব্যবহারকারীরা। তবে অনেকে আবার বলছেন, তাঁদের লেনদেন করতে সক্ষম হয়েছেন। 

Advertisement
UPI ডাউন
  • 4/6

ইউপিআই-র মাধ্যমে দ্রুত কারও কাছে টাকা পাঠানো যায়। বন্ধুদের ধার মেটানো থেকে দোকানের কেনাকাটাতেও মানুষ এখন ইউপিআই নির্ভরশীল।
 

UPI ডাউন
  • 5/6

প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার সময় পর্যন্ত Google Pay কাজ করেনি। দু-তিনজনকে টাকা পাঠানোর চেষ্টা করা হয়েছিল তবে সম্ভব হয়নি। প্রতিবারই 'এরর' দেখাচ্ছিল স্ক্রিনে। NPCI টুইট করে জানিয়েছে, প্রযুক্তিগত সমস্যা ছিল। পরে স্বাভাবিক হয়ে গিয়েছে।

UPI ডাউন
  • 6/6

NPCI-র সংযোজন, তারা গোটা ব্যবস্থার উপর নজর রেখেছে। এর মধ্যে অনেক ব্যবহারকারী আবার ব্লকচেইন পদ্ধতি চালু করার দাবিও করেছে। এক ব্যবহারকারীর বক্তব্য, ৫ ঘণ্টা থমকে রয়েছে পেমেন্ট।

Advertisement