scorecardresearch
 
Advertisement
টেক

ইলেকট্রিক বাইকে ভরসা নেই? এই বাইকগুলি কিনুন, 'পেট্রল পাম্প' ভুলে যাবেন

দামে কম মাইলেজে ভালো
  • 1/6

মন্দার বাজারে যদি আপনি মোটরসাইকেল কিনতে চান, তাহলে নিশ্চয়ই খোঁজ রাখবেন পেট্রোল খরচের বিষয়টি। সবচেয়ে বেশি মাইলেজ দেয় কোন বাইক? সঙ্গে অবশ্যই ডিজাইন এর কথা মাথায় রাখতে হবে। আধুনিক বাইকাররা সব মিলিয়ে হিসেব করে বাইক কেনেন। আপনার মাথায় নিশ্চয় নানারকম চিন্তা-ভাবনা কিলবিল করছে। আপনার মুশকিল আসান করে দেওয়ার জন্য আমরা মোটরসাইকেলগুলির হালহকিকত আপনাকে জানিয়ে দিতে চাই। ১ লিটার পেট্রোলে ৭০ কিলোমিটারের বেশি মাইলেজ দেয় যে বাইকগুলি, তার মধ্যে এর মধ্যে থেকে আপনি আপনার পছন্দ এবং বাজেট অনুযায়ী বেছে নিতে পারেন সেরা বাইকটি। দেখে নিন, কোন বাইকটি আপনার জন্য হবে সর্বোত্তম।

দামে কম মাইলেজে ভালো
  • 2/6

BAJAJ Platina 100 

বাজাজ প্লাটিনা হান্ড্রেড দেশের সবচেয়ে বেশি মাইলেজ দেওয়া মোটরসাইকেল এর মধ্যে অন্যতম। দিল্লিতে এর দাম 59 হাজার 40 টাকা থেকে শুরু হয়। এর মধ্যে 102cc ইঞ্জিন রয়েছে যা 7.9 বিএইচপি পাওয়ার জেনারেট করে এবং 8.3 এনএম এর পিক টর্ক জেনারেশন করে। কোম্পানি এক লিটার পেট্রোলে 96 কিলোমিটার যেতে পারে এই বাইক বলে দাবি করেছে।

দামে কম মাইলেজে ভালো
  • 3/6

Hero Hf 100

দেশের সবচেয়ে বড় মোটরসাইকেল কোম্পানি হিরো মোটোকর্প সবচেয়ে সস্তা বাইক, হিরো এইচএফ এর বিষয়ে কোম্পানির দাবি, এটি ১ লিটার পেট্রোলে ৭০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে। 100 সিসি ইঞ্জিন এর মোটর সাইকেলটি দিল্লিতে শোরুম দাম 51 হাজার 30 টাকা।

Advertisement
দামে কম মাইলেজে ভালো
  • 4/6

BAJAJ Ct 100

বাজাজ অটোর বাজাজ সিটি হান্ড্রেড বেশি মাইলেজ দেওয়া বাইকগুলির মধ্যে অন্যতম। এতে 100cc পেট্রল ইঞ্জিনে রয়েছে। দিল্লিতে এর এক্স শোরুম দাম 53 হাজার 690 টাকা থেকে শুরু। ডিটিএস আই ইঞ্জিন রয়েছে এই বাইকে। কোম্পানির দাবি যে এটি ১ লিটার পেট্রোলে 90 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেয়।

দামে কম মাইলেজে ভালো
  • 5/6

HERO Hf Delux

হিরোর আরও একটি মোটরসাইকেল রয়েছে হিরো এইচএফ ডিলাক্স। ১ লিটার পেট্রোলে 70 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেয় বলে কোম্পানির দাবি। এর মধ্যে 100 সিসি ইঞ্জিন আছে এবং দিল্লিতে 54 হাজার 650 টাকা থেকে শুরু হচ্ছে এর দাম।

দামে কম মাইলেজে ভালো
  • 6/6

HONDA Cd 100

হণ্ডা two-wheeler এর সিডি 110 ড্রিমও খুব ভালো মাইলেজ দেওয়া একটি মোটর বাইক। 109.50 পেট্রোল ইঞ্জিন রয়েছে। এর সঙ্গে স্টাইলিশ এই মোটরসাইকেলটি ১ লিটার পেট্রোলের ৭৪ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেয়। দিল্লিতে ৬৬ হাজার টাকা থেকে শুরু হচ্ছে এর দাম।

Advertisement