চিনা সংস্থা Vivo তাদের নতুন স্মার্টফোন Y55 5G লঞ্চ করেছে। স্মার্টফোনটিতে রয়েছে MediaTek Dimensity 700 প্রসেসার। তাছাড়াও রয়েছে 5,000mAh ব্যাটারি এবং 18W চার্জিং সাপোর্ট।
ফোনটির রিয়রে রয়েছে ট্রিপল ক্যামেরা সেট-আপ। প্রাইমারি ক্যামেরা ৫০ মেগাপিক্সেল। রয়েছে পোট্রেট মোড, নাইট সিন মোড, ডায়নেমিক ফটো, AR কিউট শ্যুটিং এবং ফাইল কারেকশানের মতো ক্যামেরা ফিচার্স।
Vivo Y55 5G-র দাম
ফোনটি আপাতত ফোনটি তাইওয়ানে লঞ্চ করা হয়েছে। দাম ধার্য্য করা হয়েছে TWD 7,990, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২১,৫০০ টাকা। আনা হয়েছে Galaxy Blue ও Star Black রঙে। আগামিদিন এটিকে ভারতেও আনা হবে বলে মনে করা হচ্ছে।
ডুয়াল সিমের এই ফোনটি Android 12 বেসড Funtouch OS 12-এর সঙ্গে আনা হয়েছে। এতে রয়েছে ৬.৫৮ ইঞ্চির full-HD+ LCD স্ক্রিন। তাছাড়াও রয়েছে MediaTek Dimensity 700 প্রসেসার।
ফোনটিতে রয়েছে 4GB RAM এবং 128GB স্টোরেজ। ইন্টারনাল স্টোরেজকে microSD কার্ড দিয়ে 1TB পর্যন্ত বাড়ানো যায়। এতে রয়েছে Multi-Turbo 5.0।
ছবি তোলার জন্য এতে দেওয়া হয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর এবং ২ মেগাপিক্সেল অলট্রা ওয়াইড লেন্স। তাছাড়াও রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।