scorecardresearch
 
Advertisement
টেক

ঋণগ্রস্ত Vodafone-Idea, বড় অংশের মালিকানা কেন্দ্রীয় সরকারের!

ভোডাফোনে মালিকানা সরকারের!
  • 1/8

বেসরকারি টেলিকম সংস্থা ভোডাফোন আইডিয়ার (Vodafone Idea) বড় অংশের অংশীদারিত্ব পেতে চলেছে ভারত সরকার। মঙ্গলবার সরকারি ঋণ শোধের পরিবর্তে সরকারকে অংশীদারিত্ব দেওয়ার প্রস্তাবে অনুমোদন পাশ করেছে সংস্থার পরিচালন বোর্ড।       

ভোডাফোনে মালিকানা সরকারের!
  • 2/8

দেশের তৃতীয় বৃহৎ টেলিকম সংস্থা ভোডাফোন আইডিয়া। তাদের প্রায় ৩৬ শতাংশ শেয়ারের মালিক হতে চলেছে সরকার। সরকারি বকেয়াকে শেয়ারে পরিণত করার প্রস্তাবে সম্মত হয়েছে সংস্থা।

ভোডাফোনে মালিকানা সরকারের!
  • 3/8

ভোডাফোন আইডিয়ার কাছে স্পেকট্রাম নিলাম বাবদ কেন্দ্রের কাছে প্রচুর বকেয়া। সেই বকেয়া শেয়ারে পরিণত করার প্রস্তাবে সম্মত হয়েছে সংস্থা। 

Advertisement
ভোডাফোনে মালিকানা সরকারের!
  • 4/8

এই প্রস্তাব অনুমোদিত হওয়ায় সংস্থার ৩৫.৮ শতাংশ শেয়ার পাবে কেন্দ্র। ২৮.৫ শতাংশ থাকবে ভোডাফনের হাতে এবং ১৭.৮ শতাংশ শেয়ারের মালিক হবেন আদিত্য বিড়লা গ্রুপ। প্রসঙ্গত, জিও আসার পর সঙ্কট কাটাতে ভোডাফোন ও আইডিয়া একত্র হওয়ার সিদ্ধান্ত নেয়। সাধারণ শেয়ার হোল্ডারদের হাতে বাকি শেয়ার থাকবে।

ভোডাফোনে মালিকানা সরকারের!
  • 5/8

এই প্রস্তাব অনুমোদিত হওয়ায় সংস্থার ৩৫.৮ শতাংশ শেয়ার পাবে কেন্দ্র। ২৮.৫ শতাংশ থাকবে ভোডাফনের হাতে এবং ১৭.৮ শতাংশ শেয়ারের মালিক হবেন আদিত্য বিড়লা গ্রুপ। প্রসঙ্গত, জিও আসার পর সঙ্কট কাটাতে ভোডাফোন ও আইডিয়া একত্র হওয়ার সিদ্ধান্ত নেয়। সাধারণ শেয়ার হোল্ডারদের হাতে বাকি শেয়ার থাকবে।

ভোডাফোনে মালিকানা সরকারের!
  • 6/8

এখনও টেলিকম মন্ত্রকের অনুমতি মেলেনি। সেই অনুমতি এলে ভোডাফোন-আইডিয়ায় বৃহত্তম অংশীদার হবে সরকারের।           

ভোডাফোনে মালিকানা সরকারের!
  • 7/8

এই খবর বাজারে ছড়াতেই ভোডাফোন আইডিয়ার শেয়ারের দাম ১৯ শতাংশ পড়ে গিয়েছে।
 

Advertisement
ভোডাফোনে মালিকানা সরকারের!
  • 8/8

২০১৬ সালে জিও-র সস্তায় ফোর জি পরিষেবা আসার পর থেকে দুর্বল হয়েছে ভোডাফোন এবং আইডিয়া। প্রতিযোগিতায় পাল্লা দিতে পারেনি তারা। দুটি সংস্থা হাত মেলানোর সিদ্ধান্ত নেয়। 

Advertisement