scorecardresearch
 
Advertisement
টেক

নয়া ফিচার, আর হ্যাক করা যাবে না WhatsApp অ্য়াকাউন্ট

WhatsApp
  • 1/6

WhatsApp একটি জনপ্রিয় মেসেজিং অ্যাপ। এটি সারা বিশ্বে ব্যবহৃত হয়। ভারতেও অনেকে এটিকে প্রাথমিক মেসেজিং অ্যাপ হিসেবেই ব্যবহার করেন। সেই কারণে, এর অ্যাকাউন্ট সুরক্ষিত থাকা খুবই গুরুত্বপূর্ণ। 

WhatsApp
  • 2/6

হোয়াটসঅ্যাপ নতুন একটি সিকিউরিটির বিষয়ে কাজ করছে। এ বিষয়ে জানিয়েছে WABetainfo। রিপোর্টে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ ডাবল ভেরিফিকেশন সিস্টেমে কাজ করছে। এতে অ্যাপে ইউজারদের নিরাপত্তা বাড়বে।
 

WhatsApp
  • 3/6

প্রতিবেদনে বলা হয়েছে, যখনই কেউ অন্য ডিভাইসে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগইন করার চেষ্টা করবে, তখনই তাকে একটি অতিরিক্ত ভেরিফিকেশন কোডের মাধ্যমে সেটি নিশ্চিত করতে হবে। 
 

Advertisement
WhatsApp
  • 4/6

এভাবে কাজ করে ডবল ভেরিফইকেশন কোড
হোয়াটসঅ্যাপ বর্তমানে যে নিরাপত্তা প্রদান করে তাতে যখন একজন ব্যবহারকারী লগ ইন করেন, তখন তাঁকে একটি ৬-সংখ্যার ভেরিফিকেশন কোড দিতে হয়। রিপোর্টে বলা হয়েছে, প্রথম কোডটি যাচাই হওয়ার পর ইউজারদের দ্বিতীয় ৬ সংখ্যার কোড দিতে হবে।

WhatsApp
  • 5/6

এই বিষয়ে ইউজারকে একটি সতর্কতা বার্তাও পাঠানো হবে, যাতে তাঁকে লগইন করার চেষ্টা সম্পর্কে জানানো হবে। এর মাধ্যমে, ব্যবহারকারীরা সঙ্গে সঙ্গে জানতে পারবেন যে কেউ তাঁর অ্যাকাউন্ট অ্যাক্সেস করার চেষ্টা করছে।
 

WhatsApp
  • 6/6

দ্বিতীয় কোড না জানলে কেউ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগইন করতে পারবেন না। এই ধরনের অনেক স্ক্যাম এখন দেখা যাচ্ছে, যেখানে স্ক্যামাররা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে অ্যাক্সেস নেয়। ফিচারটি এই ধরনের স্ক্যাম প্রতিরোধ করতে সাহায্য করবে। বর্তমানে এটি ডেভলপমেন্ট পর্যায়ে আছে। তবে শীঘ্রই এটি লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। 
 

আরও পড়ুনহুগলিতে BJP-র DM অফিস ঘেরাও অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার, আটক বেশ কয়েকজন

Advertisement