scorecardresearch
 
Advertisement
টেক

WhatsApp এ পার্সোন্যাল চ্যাট লুকনোর সহজ উপায়, জেনে নিন পদ্ধতি

হোয়াটস্যাপে চ্য়াট হাইড করবেন কীভাবে?
  • 1/6

হোয়াটসঅ্যাপ (Whatsapp) অত্যন্ত পপুলার ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ। গোটা বিশ্বের সঙ্গে ভারতবাসীকে নিজের জাদুতে মুজিয়ে ফেলেছে এই অ্যাপ্লিকেশন। এতে অনেকেই পার্সোনাল চ্যাট করেন। কিন্তু যখন আপনি কোন কাউকে ফোন দেন, তখন আপনি চাইবেন না যে, আপনার কোনও পার্সোনাল চ্যাট তাঁরা দেখুন। এই পরিস্থিতিতে আপনি ওই চ্য়াট হাইড করে দিতে পারেন।

হোয়াটস্যাপে চ্য়াট হাইড করবেন কীভাবে?
  • 2/6

এছাড়া আপনি অপ্রয়োজনীয় চ্যাটগুলিকেও হাইড করে রাখতে পারেন। এতে অ্যাপের হোমস্ক্রিন-এ এরপর আপনার এই সমস্ত চ্যাটগুলোকে দেখা যাবে না। এজন্য আপনাকে আর্কাইভস (Archives) ফোল্ডার ফিচার ইউজ করতে হবে। আর্কাইভসে নতুন মেসেজ আসার পরে তা মেন লিস্টে দেখা যাবে না।

হোয়াটস্যাপে চ্য়াট হাইড করবেন কীভাবে?
  • 3/6

হোয়াটসঅ্যাপে মেন লিস্টে আর্কাইভস তখনই দেখা যাবে, যখন আপনি ম্যানুয়ালি এটি আনআর্কাইভ করবেন। এই ফিচার কোম্পানির কিছুদিন আগে এটা চালু করেছে। আর্কাইভসে নতুন মেসেজ আসার পর চ্যাট লিস্টে চলে আসতে হবে।

Advertisement
হোয়াটস্যাপে চ্য়াট হাইড করবেন কীভাবে?
  • 4/6

এখানে আপনি হোয়াটসঅ্যাপ চ্যাট টিকে হাইড করতে পারেন। এটি করার পদ্ধতি স্টেপ বাই স্টেপ আপনাকে জানিয়ে দিই। এর জন্য আপনাকে সবার আগে মোবাইলে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। অ্যাপ ওপেন হয়ে যাবার পরে তার চ্যাটকে হোল্ড করে রেখে দিতে হবে। যে চ্যাটটিকে আর্কাইভ করতে চান সেটিকে ট্যাপ করে ধরে রাখতে হবে।

হোয়াটস্যাপে চ্য়াট হাইড করবেন কীভাবে?
  • 5/6

আপনি টপ বারে আর্কাইভ এর অ্যাক্টিভ বাটন দেখতে পাবেন। এইবার চ্যাটের উপর ক্লিক করে আপনি সিলেক্টেড চ্যাট হাইড করতে পারেন। আপনার সমস্ত হোয়াটসঅ্যাপ চ্যাটকেও আর্কাইভ করে দিতে পারেন। এর জন্য চ্যাটের টেপ করে আপনি মোর অপশনে যেতে পারবেন।

 

হোয়াটস্যাপে চ্য়াট হাইড করবেন কীভাবে?
  • 6/6

এরপরে আপনাকে সেটিং এ যেতে হবে এবং আপনাকে চ্যাটে ট্যাপ করতে হবে। এখানে আপনার চ্যাট হিস্ট্রিতে যেতে হবে। চ্যাট হিস্ট্রিতে যাওয়ার পর আপনাকে আর্কাইভ অল চ্যাটের উপর ক্লিক করতে হবে। আপনাকে জানিয়ে দেওয়া যাক যে কেউ আপনাকে আর্কাইভ চ্যাটে ট্যাগ করতে চাইলে আপনাকে যেন নোটিফিকেশন দেবে।

Advertisement