Advertisement
টেক

WhatsApp-এ ভুলেও করবেন না এই কাজ, বন্ধ হতে পারে অ্যাকাউন্ট

  • 1/6

বর্তমানে অত্যন্ত জনপ্রিয় ইনস্ট্য়ান্ট ম্যাসেজিং অ্যাপ হল হোয়াটসঅ্যাপ (WhatsApp)। তবে স্প্যাম ও অন্যান্য বিষয় থেকে সুরক্ষার জন্য বিভিন্ন সময় অ্যাকাউন্ট ব্লক বা ডিলিট করে দেয় এই ইনস্ট্য়ান্ট ম্যাসেজিং অ্যাপ। তাই যদি আপনিও এর নিয়ম ভাঙেন তাহলে আপনার অ্যাকাউন্টও ব্লক হতে পারে। 
 

  • 2/6

WhatsApp-র তথ্য অনুযায়ী, গত অগাস্ট মাসে শুধুমাত্র ভারতেই ২০,৭০,০০০ অ্যাকাউন্টকে নিষিদ্ধ করে করেছে WhatsApp। তার আগে ১৬ জুন থেকে ৩১ জুলাইের মধ্যে আরও ৩০,২৭,০০০ অ্য়াকাউন্ট নিষিদ্ধ করে সংস্থা। 
 

  • 3/6

তাই অ্যাকাউন্ট নিষিদ্ধ হওয়া থেকে আটকাতে কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখা উচিত। কারণ নিয়ম ভাঙলে কড়া ব্যবস্থা নেয় WhatsApp। 
 

Advertisement
  • 4/6

অনেক থার্ড পার্টি অ্যাপ যেমন  GB WhatsApp, WhatsApp Plus, WhatsApp Mod এবং জনপ্রিয় চ্যাট অ্যাপের অন্যান্য পরিবর্তিত সংস্করণ সহজেই অনলাইনে পাওয়া যায়। এগুলিতে বেশকিছু ধরনের বিশেষ ফিচার্স রয়েছে। তাই এই ধরনের অ্যাপস ব্যবহারের জন্য যে কোনো সময় অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হতে পারে।

  • 5/6

প্রোমোশানাল ম্যাসেজে থাকে অ্যাকাউন্ট ব্যান হওয়ার ঝুঁকি 
অচেনা নম্বর থেকে প্রোমোশানাল ম্যাসেজ এলে সেটিকে স্প্যাম মার্ক করে ব্লক করা যায়। যদি আপনি হোয়াটসঅ্যাপে প্রফেশনাল ম্যাসেজ পার্সোনাল চ্যাটে বা ব্রডকাস্টের মাধ্যমে পাঠান তাহলে অ্যাকাউন্ট ব্লক হতে পারে। 

  • 6/6

অ্যাকাউন্ট ব্যান হলে কী করবেন? 
যদি অ্যাকাউন্ট ব্যান করা হয় তাহলে তা কিছু সময় পর পুনরুদ্ধার করা যায়। কিন্তু দ্বিতীয়বার একই ভুল করলে অ্যাকাউন্ট পুরোপুরি ডিলিট করা হতে পারে। যদি আপনার মনে হয় যে অ্যাকাউন্ট ব্যান করা ভুল হয়েছে, তাহলে হোয়াটসঅ্যাপ রিপোর্টকে জানান। সেক্ষেত্রে রিভিউ করার পর ফের চালু হতে পারে অ্যাকাউন্ট।  
 

Advertisement