WhatsApp-এ শেয়ার হওয়া ছবির গুণমান নিয়ে মাঝেমধ্যেই অসন্তোষ প্রকাশ করেন ব্যবহারকারীরা। কারণ ছবির গুণমান নাকি খারাপ হয়ে যায়। এই বিষয়টির ওপরে দীর্ঘদিন ধরেই কাজ করছে হোয়াটসঅ্যাপও। এবার এই সমস্যা সমাধানের জন্য একটি ফিচার আনা হচ্ছে বলে জানা যাচ্ছে।
এই ফিচারে ছবি সেন্ড করার আগে ইউজাররা তার গুণমান বেছে নিতে অর্থাৎ সিলেক্ট করতে পারবেন। গত সপ্তাহে এটি অন্ড্রোয়েড বিটা ইউজারদের জন্য চালু করা হয়েছে। এই সপ্তাহে IOS বিটা ইউজারদের জন্যও চালু করা হচ্ছে।
এই ফিচারে ডেটা অনুযায়ী ছবির গুণমান সিলেক্ট করার অপশান দেওয়া হচ্ছে ব্যবহারকারীদের। এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপে সমস্ত ছবি কম্প্রেস করা হত। তাতে ছবির গুণমান কমে যেত।
তবে এখন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা ৩টি অপশান পাচ্ছেন। একটি অটো, দ্বিতীয়টি বেস্ট কোয়ালিটি এবং তৃতীয় অপশানটি হল ডেটা সেভর। যদি আপনি জানতে চান যে এই সুবিধা আপনার অ্যাপেও আছে কি না, তবে প্রথমেই যেতে হবে সেটিংসে।
তারপর স্টোরেজ ও ডেটা সেটিংস থেকে মিডিয়া আপলোড কোয়ালিটি অপশানে যান। আপাতত এই অপশান নির্বাচিত কিছু ইউজারের জন্যই রয়েছে। বেস্ট কোয়ালিটি অপশানে HD ছবির মান ৮০ শতাংশ পর্যন্ত কমে যাবে। যদি ফ্রেম ২০৪৮x২০৪৮-র চেয়ে বড় হয় তাহলে ছবিটি রিসাইজ হয়ে যাবে।