scorecardresearch
 
Advertisement
টেক

WhatsApp-এ কী করে Digilocker সার্ভিস ব্যবহার করবেন, দেখে নিন

WhatsApp Digilocker service users can access using mygov helpdesk chatbot one
  • 1/10

WhatsApp Digilocker: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর। এখন হোয়াটসঅ্যাপেও ডিজিলকার অ্যাক্সেস করা যাবে। এই ফিচারের সাহায্যে এই অ্য়াপের ইউজাররা ডিজিলকার অ্যাকাউন্ট তৈরি করত পারবেন। এর পাশাপাশি সরাসরি হোয়াটসঅ্যাপে প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং অন্যান্য নথি ডাউনলোড করতে পারবেন।

WhatsApp Digilocker service users can access using mygov helpdesk chatbot two
  • 2/10

অর্থাৎ, এখন ব্যবহারকারীরা তাঁদের ফোনে অফিসিয়াল ডকুমেন্ট ডাউনলোড করতে পারবেন। 

WhatsApp Digilocker service users can access using mygov helpdesk chatbot three
  • 3/10

এ জন্য তাঁদের ডেডিকেটেড ডিজিলকার অ্যাপ বা ওয়েবসাইট অ্যাক্সেস করতে হবে না। ব্যবহারকারীদের এর জন্য MyGov হেল্পডেস্ক চ্যাটবটের সাহায্য নিতে হবে।

আরও পড়ুন: উ অন্তভা-র কোরিওগ্রাফার নাচলেন 'কাঁচা বাদাম'এ, Video Viral

আরও পড়ুন: চাঙ্গা শেয়ার বাজার, Adani Wilmar-এর স্টক যেন 'রকেট'

আরও পড়ুন: টুইটারে এবার বড়সড় পোস্ট করা যাবে? সম্ভাবনা তেমনই

Advertisement
WhatsApp Digilocker service users can access using mygov helpdesk chatbot four
  • 4/10

MyGov হেল্পডেস্ক এবং WhatsApp একসঙ্গে ব্যবহারকারীদের জন্য DigiLocker-এর এই পরিষেবাটি চালু করেছে। 

WhatsApp Digilocker service users can access using mygov helpdesk chatbot five
  • 5/10

হোয়াটসঅ্যাপে ডিজিলকার পরিষেবা অ্যাক্সেস করতে প্রথমে আপনাকে +91-9013151515 নম্বরটি সেভ করতে হবে।

WhatsApp Digilocker service users can access using mygov helpdesk chatbot six
  • 6/10

এর পরে আপনাকে এই নম্বরে DigiLocker লিখে WhatsApp করতে হবে। ব্যবহারকারীরা এটিতে একটি নতুন অ্যাকাউন্টও তৈরি করতে পারেন। 

WhatsApp Digilocker service users can access using mygov helpdesk chatbot seven
  • 7/10

আপনার যদি ইতিমধ্যেই ডিজিলকার অ্যাকাউন্ট থাকে, তবে আপনি আধার নম্বরের মাধ্যমে এটি অ্যাক্সেস করতে পারেন।

Advertisement
WhatsApp Digilocker service users can access using mygov helpdesk chatbot eight
  • 8/10

আপনার রেজিস্টার করা আধার নম্বরে ওটিপি আসবে। যার মাধ্যমে আপনি অ্যাকাউন্ট যাচাই করতে পারবেন। 

WhatsApp Digilocker service users can access using mygov helpdesk chatbot nine
  • 9/10

DigiLocker-এর এই পরিষেবার সাহায্যে আপনি ফোনে প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ক্লাস 10-এর মার্কশিট, ক্লাস 12-এর মার্কশিটের মতো নথিও ডাউনলোড করতে পারেন।

WhatsApp Digilocker service users can access using mygov helpdesk chatbot ten
  • 10/10

আপনাকে আরও জানিয়ে রাখা যাক, MyGov হেল্পডেস্ক পরিষেবাটি 2020 সালে চালু হয়েছিল। এর মাধ্যমে, COVID-19 ডকুমেন্টও ডাউনলোড করা যাবে। এখন এতে আপনি ডিজিলকারের পরিষেবাও পাবেন।

Advertisement