scorecardresearch
 
Advertisement
টেক

WhatsApp-এর BIG আপডেট, ২ দিন পরেও করা যাবে Message Delete For Everyone

WhatsApp
  • 1/6

হোয়াটসঅ্যাপ (WhatsApp) ইউজারদের জন্য প্রায়শই নিত্য নতুন আপডেট আনে। এবার হোয়াটসঅ্যাপে আরও একটি নতুন আপডেট। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, মেসেজ ডিলিট ফর এভরিওয়ান ফিচারে নতুন আপডেট আনতে চলেছে হোয়াটসঅ্যাপ।

WhatsApp
  • 2/6

এর মাধ্যমে ইউজাররা দীর্ঘ সময় পরেও মেসেজ মুছে ফেলতে পারবেন। হোয়াটসঅ্যাপের এই ফিচারটি বর্তমানে কিছু বিটা টেস্টারদের জন্য উপলব্ধ করা হয়েছে। এ বিষয়ে জানিয়েছে WABetaInfo। 

WhatsApp
  • 3/6

হোয়াটসঅ্যাপের এই নতুন আপডেটটি অনেকের জন্যই খুব উপকারী হিসেব প্রমাণিত হবে। সংস্থা ডিলিট ফর এভরিওয়ান ফিচারটির সময়সীমা বর্তমানে ১ ঘন্টা ৮ মিনিট ১৬ সেকেন্ডের।

Advertisement
WhatsApp
  • 4/6

নতুন আপডেটে এর সময়সীমা বাড়ানো হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, এর সময়সীমা বাড়িয়ে ২ দিন ১২ ঘন্টা করা হবে। এ সংক্রান্ত একটি স্ক্রিনশটও শেয়ার করেছে WABetaInfo। 

আরও পড়ুন৮ মাসে ৩ বার ঘোড়াকে ধর্ষণ, CCTV ফুটেজে যুবকের কুকীর্তি ফাঁস

WhatsApp
  • 5/6

এই ফিচারটি বর্তমানে শুধুমাত্র নির্বাচিত বিটা পরীক্ষকদের জন্য উপলব্ধ। তবে, সবকিছু ঠিকঠাক থাকলে, কোম্পানি শীঘ্রই এটি সমস্ত ইউজারদের জন্য প্রকাশ করবে। যদিও সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনও তথ্য জানানো হয়নি।
 

আরও পড়ুনকিডনি পাথর ভেবে যন্ত্রণা, শেষ পর্যন্ত সন্তান প্রসব করলেন মহিলা

WhatsApp
  • 6/6

এছাড়া আরও অনেক ফিচার নিয়েও কাজ করছে হোয়াটসঅ্যাপ। যার ফলে ব্যবহারকারীরা আরও ভাল পরিষেবা পাবেন। 

Advertisement