scorecardresearch
 
Advertisement
টেক

WhatsApp-এ ফোন নম্বর গোপন করে কীভাবে মেসেজ পাঠাবেন, জানুন

নম্বর ব্যবহার না করেই কীভাবে মেসেজ পাঠাবেন, জানুন
  • 1/8

WhatsApp তাদের ইউজারদের নানা সুবিধা দিয়ে থাকে। WhatsApp চালানোর জন্য ব্যবহারকারীকে ফোন নম্বর দিতে হয়। তবে অনেকেই নিজের নম্বর গোপন রাখতে চান। তাঁরা নম্বর ব্যবহার করে এই অ্যাপ চালাতে চান না। 

নম্বর ব্যবহার না করেই কীভাবে মেসেজ পাঠাবেন, জানুন
  • 2/8

হ্যাঁ, নম্বর ব্যবহার না করেও WhatsApp ব্যবহার করা সম্ভব। তার জন্য আপনাকে কয়েকটা ধাপ অনুসরণ করতে হবে। তাহলে আপনি গোপনীয়তা বজায় রাখতে পারবেন। 

নম্বর ব্যবহার না করেই কীভাবে মেসেজ পাঠাবেন, জানুন
  • 3/8

সেজন্য আপনাকে ভার্চুয়াল নম্বরের সাহায্য নিতে হবে। সেজন্য ভার্চুয়াল নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ খুলতে পারেন। তবে এই ভার্চুয়াল নম্বরটি আপনার ফিজিক্যাল সিম কার্ড থেকে আলাদা।
 

Advertisement
নম্বর ব্যবহার না করেই কীভাবে মেসেজ পাঠাবেন, জানুন
  • 4/8

 তবে এই ভার্চুয়াল নম্বর পেতে গেলে আপনাকে থার্ড পার্টি অ্যাপের সাহায্য নিতে হবে। এর জন্য আপনি Doosra, TextNow বা Sontel-এর মতো ওয়েবসাইটগুলির সাহায্য নিতে পারেন। 

নম্বর ব্যবহার না করেই কীভাবে মেসেজ পাঠাবেন, জানুন
  • 5/8

এছাড়াও আপনি বিনামূল্যের ওয়েবসাইট বা অ্যাপ পেতে পারেন। সেগুলো থেকে বিনামূল্যে ভার্চুয়াল নম্বর পাবেন সেকথা ঠিক তবে ওই নম্বরগুলি সুরক্ষিত নয়। 
 

নম্বর ব্যবহার না করেই কীভাবে মেসেজ পাঠাবেন, জানুন
  • 6/8

আপনি সহজেই আপনার ফোনে Doosra অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। এতে সাবস্ক্রিপশন করার পর আপনাকে একটি ভার্চুয়াল নম্বর দেওয়া হবে। আপনি হোয়াটসঅ্যাপে খোলার জন্য সেই নম্বর ব্যবহার করতে পারেন।

নম্বর ব্যবহার না করেই কীভাবে মেসেজ পাঠাবেন, জানুন
  • 7/8

আপনি অ্যাপেই ওটিপি পাবেন যাতে আপনি হোয়াটসঅ্যাপে আপনার অ্যাকাউন্ট যাচাই করতে সক্ষম হবেন। এরপর, আপনি একটি ভার্চুয়াল নম্বর সহ হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারেন। 

Advertisement
নম্বর ব্যবহার না করেই কীভাবে মেসেজ পাঠাবেন, জানুন
  • 8/8

এতে আপনার গোপনীয়তাও বজায় থাকবে। আসল নম্বরও নিরাপদ থাকবে।

Advertisement