scorecardresearch
 
Advertisement
টেক

নতুন বছরে এই ৬টি চমৎকার ফিচার আনতে চলেছে WhatsApp!

নতুন বছরে এই ৬টি চমৎকার ফিচার আনতে চলেছে WhatsApp!
  • 1/7

ওয়ালপেপার কাস্টমাইজেশন, অলওয়েজ মিউট, স্টোরেজ অপ্টিমাইজেশন, ডিসঅ্যাপেয়ারিং মেসেজের মতো একাধিক মজাদার WhatsApp ফিচার আমরা ২০২০-তেই পেয়েছি। ২০২১-এ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp-এ জুড়তে চলেছে বেশ কয়েকটি মজাদার এবং গুরুত্বপূর্ণ ফিচার। চলুন সেগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক...

নতুন বছরে এই ৬টি চমৎকার ফিচার আনতে চলেছে WhatsApp!
  • 2/7

রিড লেটার ফিচার (Read letter feature): রিড লেটার ফিচারটি আসলে WhatsApp-এর আর্কাইভ চ্যাট অপশনের একটি আপগ্রেডেড সংস্করণ। এই ফিচারটি উপলব্ধ হলে কোনও আর্কাইভ চ্যাটে নতুন মেসেজ এলে চ্যাটটির নোটিফিকেশন প্রদর্শিত হবে না এবং এটি মূল চ্যাট সেকশনে উপস্থিত হবে না। অতিরিক্তভাবে, এই নতুন ফিচারটি একটি ‘ভ্যাকেশন মোড’ অপশন এবং একটি এডিট বাটন সহ আসবে বলে জানা গিয়েছে।

নতুন বছরে এই ৬টি চমৎকার ফিচার আনতে চলেছে WhatsApp!
  • 3/7

WhatsApp ওয়েব বা ডেস্কটপ ভার্সনে কলিং অপশন: WhatsApp ব্যবহারকারীরা মোবাইল অ্যাপ্লিকেশন ভিডিয়ো বা ভয়েস কল করতে সক্ষম হলেও, প্ল্যাটফর্মটির ওয়েব ভার্সন বা ডেস্কটপ অ্যাপ্লিকেশনে এই ধরণের সুবিধা উপলব্ধ নেই। তবে বিগত কয়েক মাস ধরেই জল্পনা চলছে WhatsApp-এর ওয়েব ভার্সন এবং ডেস্কটপ অ্যাপ্লিকেশনেও খুব শীঘ্রই চালু হবে কলিং অপশন। যার ফলে, ওয়েব বা ডেস্কটপ ব্যবহারকারীরা চ্যাটিং বা ফাইল শেয়ারিংয়ের পাশাপাশি WhatsApp কল করতে পারবেন, মোবাইল ফোনের প্রয়োজন পড়বে না।

Advertisement
নতুন বছরে এই ৬টি চমৎকার ফিচার আনতে চলেছে WhatsApp!
  • 4/7

মাল্টি-ডিভাইস সাপোর্ট: গত বছর থেকেই শোনা যাচ্ছে, চ্যাটিং প্ল্যাটফর্মটি মাল্টি-ডিভাইস সাপোর্ট ফিচারের ওপর কাজ করছে, যার সাহায্যে ব্যবহারকারীরা তাদের WhatsApp অ্যাকাউন্টটি একাধিক ডিভাইস থেকে লগইন করতে পারবেন। এই ফিচারটি এখনও পর্যন্ত ট্রায়ালের পর্যায়ে রয়েছে, যদিও গত কিছু iOS বিটা ব্যবহারকারীরা ফিচারটি ব্যবহার করার সুযোগ পেয়েছিলেন। 

নতুন বছরে এই ৬টি চমৎকার ফিচার আনতে চলেছে WhatsApp!
  • 5/7

ভিডিয়ো মিউট: WhatsApp-এর মাধ্যমে কোনও ভিডিয়ো ফাইল শেয়ার করার সময় বা স্ট্যাটাস হিসেবে আপলোড করার সময় সেটির শব্দ বন্ধ করার অর্থাৎ ভিডিয়োটি মিউট করার কোনও উপায় নেই। সেক্ষেত্রে ব্যবহারকারীদের প্রয়োজন মতো ভিডিয়োটি আলাদা করে এডিট করতে হয়। তবে চলতি বছরে এই প্ল্যাটফর্মে ভিডিয়ো মিউট করার একটি অপশন আসবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যে WABetaInfo এই আসন্ন ফিচারটির একটি স্ক্রিনশট শেয়ার করেছে যেখানে স্ক্রিনের বাঁ পাশে একটি স্পিকার আইকন দেখা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, ফিচারটি এখনও পর্যন্ত ট্রায়ালের পর্যায়ে রয়েছে।

নতুন বছরে এই ৬টি চমৎকার ফিচার আনতে চলেছে WhatsApp!
  • 6/7

WhatsApp ইনসিওরেন্স: রিপোর্ট অনুযায়ী, এই ফিচারটিও খুব তাড়াতাড়ি উপলব্ধ হবে। এই ফিচারের মাধ্যমে মেসেজিং প্ল্যাটফর্মটি ভারতীয় ব্যবহারকারীদের স্বাস্থ্য বীমা এবং মাইক্রো-পেনশন প্রোডাক্ট সরবরাহ করবে। সেক্ষেত্রে, WhatsApp প্রাথমিক ভাবে SBI জেনারেল স্যাচেট হেল্থ ইনসিওরেন্স কভার এবং HDFC পেনশন স্কিমগুলি বিক্রয় করবে।

নতুন বছরে এই ৬টি চমৎকার ফিচার আনতে চলেছে WhatsApp!
  • 7/7

জয়েন মিসড গ্রুপ কল (Join Missed Group Call): বলা হচ্ছে, আসন্ন দিনগুলিতে WhatsApp-এ একটি আপডেট আসবে যাতে ব্যবহারকারীরা, কোনও গ্রুপ কল শুরু হওয়ার কিছু সময় পরেও জয়েন করতে পারবেন। ফলে কোনও গ্রুপ মেম্বার, এই কলগুলিতে সঙ্গে সঙ্গে যোগ দিতে না পারলেও সেই কল মিস হয়ে যাওয়ার কোনও সম্ভাবনা নেই বা কলটি কেটে পুনরায় শুরু করার প্রয়োজন নেই।

Advertisement