scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

ট্যাঁকে টান পড়েছে? মাত্র ২ মিনিটেই ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেবে Paytm!

ট্যাঁকে টান পড়েছে? মাত্র ২ মিনিটেই ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেবে Paytm!
  • 1/6

করোনা মহামারির ফলে মানুষের আর্থিক পরিস্থিতির অনেকটাই অবনতি হয়েছে। মানুষের হাতে নগদের জোগান কমেছে। ফলে নানা সঙ্কটের মোকাবিলায় ঋণের প্রয়োজন বেড়েছে। কিন্তু ঋণ পেতে গিয়েও নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে।

ট্যাঁকে টান পড়েছে? মাত্র ২ মিনিটেই ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেবে Paytm!
  • 2/6

এই পরিস্থিতিতে এ বার কয়েকটি সাধারণ শর্ত পূরণের পর মাত্র ২-৩ মিনিটেই ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে Paytm। দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল পেমেন্ট সার্ভিস প্ল্যাটফর্ম Paytm এই তাৎক্ষণিক ব্যক্তিগত ঋণের পরিষেবা শুরু করেছে, যাতে উপকৃত হবেন অসংখ্য মানুষ।

ট্যাঁকে টান পড়েছে? মাত্র ২ মিনিটেই ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেবে Paytm!
  • 3/6

এটি কোনও বিশেষ উপলক্ষ ভিত্তিক পরিষেবা নয়। ফলে সারা বছরই প্রয়োজনে Paytm থেকে ব্যক্তিগত ঋণ পাওয়া যাবে। মাত্র ২-৩ মিনিটেই কী ভাবে ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে Paytm? জানা গিয়েছে, সিবিল স্কোর বা ক্রেডিট স্কোর এবং শপিং প্যাটার্নের ভিত্তিতে Paytm থেকে এই ব্যক্তিগত ঋণ পাওয়া যাবে।

Advertisement
ট্যাঁকে টান পড়েছে? মাত্র ২ মিনিটেই ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেবে Paytm!
  • 4/6

জানা গিয়েছে, বেতনভোগী বা চাকুরিজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী বা এমনই নানা পেশার সঙ্গে যুক্ত অসংখ্য মানুষ সহজেই তাঁর ক্রেডিট স্কোর এবং শপিং প্যাটার্নের ভিত্তিতে Paytm থেকে এই ব্যক্তিগত ঋণ পেয়ে যাবেন।

ট্যাঁকে টান পড়েছে? মাত্র ২ মিনিটেই ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেবে Paytm!
  • 5/6

Paytm সূত্রে জানা যাচ্ছে, এই ব্যক্তিগত ঋণ ১৮ মাস থেকে ৩৬ মাসের সহজ কিস্তিতে পরিষোধ করা যাবে। এই ঋণ দেওয়ার জন্য Paytm নন-ব্যাঙ্কিং আর্থিক সংস্থাগুলির (NBFC) সঙ্গে চুক্তি করেছে। Paytm অ্যাপ থেকে সহজেই মাত্র ২-৩ মিনিটে স্বল্পমেয়াদী ব্যক্তিগত ঋণ পাওয়া যাবে।

ট্যাঁকে টান পড়েছে? মাত্র ২ মিনিটেই ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেবে Paytm!
  • 6/6

Paytm-এর প্রধান নির্বাহী ভবেশ গুপ্তা জানান, যে কোনও আর্থিক সঙ্কটের মোকাবিলায় ঋণের তাৎক্ষণিক চাহিদা পূরণের লক্ষ্যেই এই পরিষেবা চালু করা হয়েছে। অনেকেই আর্থিক সঙ্কটের সময় ব্যাঙ্ক থেকে তাৎক্ষণিক স্বল্পমেয়াদী ঋণ পান না। Paytm-এর এই উদ্যোগ এমন অনেক মানুষের প্রয়োজন মেটাতে পারবে।

Advertisement