Advertisement
টেক

WhatsApp-এ লাস্ট সিনে আসছে বড় পরিবর্তন, জেনে নিন

  • 1/6

হোয়াটসঅ্যাপে আকছার নতুন কোনও ফিচার নিয়ে আসে। এর মধ্যে একটি ফিচার রয়েছে লাস্ট সিনের। শেষ কখন হোয়াটস অ্যাপে দৃশ্যমান হয়েছেন তা দেখতে পারেন যদি না লাস্ট সিন্ বন্ধ থাকে। এই ফিচারেই পরিবর্তন আনা হবে।

  • 2/6

এখনও পর্যন্ত Everyone, My Contacts, Nobody-র মধ্যে যে কোনও একটি অপশন ব্যবহার করা যেত। তবে এবার ব্যবহারকারীরা সিদ্ধান্ত নিতে পারবেন যে কাদের লাস্ট সিন  দেখাতে চান। খুব শীঘ্রই এই পরিবর্তন আনা হতে পারে।
 

  • 3/6

হোয়াটসঅ্যাপের এই পরিবর্তনের কথা জানিয়েছে ওয়েবসাইট WABetaInfo। প্রতিবেদনে বলা হয়, হোয়াটস অ্যাপ শীঘ্রই লাস্ট সিনের জন্য একটি নতুন বিকল্প প্রকাশ করতে পারে। My contacts except অপশনটি দেওয়া হতে পারে।
 

Advertisement
  • 4/6

My contacts except-এ একটি নির্দিষ্ট পরিচিতির মধ্যেই লাস্ট সিন সেট করা যাবে।
 

  • 5/6

তবে যদি কাউকে ডিসেবেল করা হলে নিজেও তার লাস্ট সিন দেখতে পারবেন না।
 

  • 6/6

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, এই বৈশিষ্ট্যটি বর্তমানে iOS ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয়েছে। তবে এটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও প্রকাশ করা হবে। তবে কবে সেই তারিখ সম্পর্কে কিছু বলা হয়নি। 
 

Advertisement