এখনও পুরনো ফোন(Smartphone) ব্যবহার করছেন? তাহলে এবার বোধহয় সেটিকে ছাড়তেই হবে। কারণ WhatsApp তাদের সিস্টেম চাহিদাতে বেশ কিছু বদল আনতে চলেছে। যার ফলে, ১ নভেম্বর থেকে সেই পুরনো ফোনগুলিতে আর কাজ করবে না এই মেসেজিং অ্যাপটি। (ছবি সৌজন্য : গেটি)
সম্প্রতি একটি বিজ্ঞতি দিয়ে সংস্থার তরফে জানানো হয়েছে, ১ নভেম্বর থেকে তারা Android 4.0.3 Ice Cream Sandwich, iOS 9 এবং KaiOS 2.5.0-এ WhatsApp পরষেবা বন্ধ করে দেবে। এর আগে ২০২০ সালের ডিসেম্বর মাসে বেশ কয়েকটি পুরনো ফোনে WhatsApp পরিবেষা বন্ধ হয়ে গিয়েছিল।(ছবি সৌজন্য : গেটি)
নিজেদের পেজে সম্প্রতি WhatsApp কর্তৃপক্ষ জানিয়েছে, তারা OS 4.1 এবং তার পরবর্তী ভার্সনের ক্ষেত্রে WhatsApp ব্যবহারের সুযোগ দেবে। সেই সঙ্গে IOS 10 ও তার ওপরের ভার্সন এবং KaiOS 2.5.1 ও তার ওপরের ভার্সনেও মিলবে WhatsApp পরিষেবা। (ছবি সৌজন্য : গেটি)
সংস্থার তরফে জানানো হয়েছে, নভেম্বর ১-এর পর নতুন করে প্রতিটি ডিভাইসে WhatsApp রেজিস্টার করতে হবে। এবং একটি ডিভাইসে একটি নম্বর দিয়েই এখন থেকে WhatsApp রেজিস্টার করে ব্যবহার করা সম্ভব হবে। মূলত, নিরাপত্তার জন্যই এই ধরনের ব্যবস্থা নিচ্ছে সংস্থাটি। (ছবি সৌজন্য : গেটি)
তবে, যে ফোনগুলিতে পুরনো ভার্সন রয়েছে তাদের ক্ষেত্রেও নতুন ফোন না কিনে WhatsApp ব্যবহারের মিলবে সুযোগ। এক্ষেত্রে ১ নভেম্বরের আগে সেই ফোনগুলি যদি আপডেটে সক্ষম হয়, তাহলে তা করে নিতে হবে চটপট। (ছবি সৌজন্য : গেটি)
কিন্তু, তার আগে অবশ্যই WhatsApp-এ থাকা প্রতিটি ডকুমেন্টের ব্যাকআপ নিয়ে রাখতে হবে। আর তা করতে আপনি ব্যবহার করতে পারেন গুগল ড্রাইভের। (ছবি সৌজন্য : গেটি)
এবার আসুন দেখে নেওয়া যাক কোন কোন ফোনে বন্ধ হয়ে যাবে WhatsApp-
১) অ্যাপেল: iPhone SE (1st Gen), 6s and 6s Plus
২) স্যামসাং: Samsung Galaxy Trend Lite, Galaxy Trend II, Galaxy S2, Galaxy S3 mini, Galaxy Xcover 2, Galaxy Core এবং Galaxy Ace 2
৩) এলজি: LG Lucid 2, Optimus F7, Optimus F5, Optimus L3 II Dual, Optimus F5, Optimus L5, Optimus L5 II, Optimus L5 Dual, Optimus L3 II, Optimus L7, Optimus L7 II Dual, Optimus L7 II, Optimus F6, Enact, Optimus L4 II Dual, Optimus F3, Optimus L4 II, Optimus L2 II, Optimus Nitro HD and 4X HD এবং Optimus F3Q
৪) হুয়ায়েই: Huawei Ascend G740, Ascend Mate, Ascend D Quad XL, Ascend D1 Quad XL, Ascend P1 S এবং Ascend D2
৫) সোনি: Sony Xperia Miro, Sony Xperia Neo L এবং Xperia Arc S
৬) অন্যান্য ব্র্যান্ড: অ্যালকাটেল ওয়ান টাচ ইভো ৭, অ্যার্কোস ৫৩ প্ল্যাটিনাম, HTC ডিজ়ায়ার ৫০০, লেনোভো A820। (ছবি সৌজন্য : গেটি)