scorecardresearch
 
Advertisement
টেক

Whatsapp-এ শীঘ্রই আসছে নয়া UI, বদলে যাবে কল করার ধরন

হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা
  • 1/6

যতদিন যাচ্ছে ব্যবহারবান্ধব নানা পরিষেবা আনছে হোয়াটসঅ্যাপ। এবার শোনা যাচ্ছে, শীঘ্রই আসতে চলেছে ইন-কল ইউজার ইন্টারফেজ। একটি রিপোর্ট অনুযায়ী, তাৎক্ষণিক বার্তা চালাচালি অ্যাপ হোয়াটসঅ্যাপে in-call UI-র সুবিধা মিলবে অ্যান্ড্রয়েড ফোনে। 
 

হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা
  • 2/6

অ্যান্ড্রয়েড ব্য়বহারকারীদের কল করার অভিজ্ঞতায় আসবে বিরাট বদল। হোয়াটসঅ্যাপের ফিচার্স নিয়ে প্রতিবেদন করে WABetaInfo। তাদের রিপোর্ট অনুযায়ী, শুধু ব্যক্তিগত কলেই ইন্টারফেজ নয় বরং ডিজাইন গ্রুপ কলেও বদল আসবে। 

হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা
  • 3/6

স্ক্রিনশটস-ও শেয়ার করা হয়েছে।  WABetaInfo-র মতে, নতুন আপডেট অ্যান্ড্রয়েড বিটা টেস্টারের জন্য চালু করা হয়েছে। আগামী দিনে সকলেই এই সুবিধা পাবেন। 

Advertisement
হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা
  • 4/6

আইওএস বিটা অ্যাপের জন্য ইন্টারফেজ তৈরি হয়নি। তবে ভবিষ্যতে আপডেট করা হবে। 

হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা
  • 5/6

ভয়েস কলের ক্ষেত্রে আলাদা আলাদা ওয়ালপেপার ব্যবহারের সুবিধাও পেতে চলেছেন ব্যবহারকারীরা। 

হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা
  • 6/6

কত দিনে এই নতুন আপেডট ফোনে আসবে তা এখনও জানা যায়নি। নতুন আপডেট আগে বিটা ভার্সনে টেস্ট করা হবে। তার পর সেটি চালু হবে।    

Advertisement