WhatsApp Payment: বলা যেতে পারে তামাম ভারতের অন্যতম জনপ্রিয় অ্যাপের নাম হল হোয়াটসঅ্যাপ (WhatsApp)। যোগাযোগে নয়া দিগন্ত খুলে দিয়েছে সেটি। এবার তার মাথায় আরও এক নয়া ফিচার যুক্ত হতে চলেছে।
হোয়াটসঅ্যাপ (WhatsApp) থেকে পেমেন্ট করা যায়। সেখানে নয়া ফিচার যোগ করা হয়েছে। পেমেন্ট করার সময় ভিজুয়াল অ্যাপিল অ্য়াড করার জন্য স্টিকারের নয়া সেট আনা হয়েছে। সংস্থা তা রিলিজ করার জন্য ৫ জন ভারতীয় শিল্পীকে নিজেদের সঙ্গে যুক্ত করেছেন।
ভারতীয় ব্যবহারকারীদের জন্য স্টিকারের প্য়াক বিশেষ ভাবে ডিজাইন করা হয়েছে। এ ব্য়াপারে সংস্থা জানাচ্ছে, এই স্টিকারের সাহায্য ইউজার লাভ, কেয়ার, গ্র্যাটিটিউড, ব্লেসিং আর জয়ের মতো অনুভূতি প্রকাশ করতে পারবেন।
এবার জেনে নিই শিল্পীদের ব্যাপারে। হোয়াটসঅ্যাপ (WhatsApp) শিল্পী অঞ্জলি মেহতার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। তিনি হিউম্যান সাইকোলজি, ভ্রমণ আর ফোটোগ্রাফি থেকে প্রেরণা পান। এ জন্য তাঁর বেশ নামডাক রয়েছে।
ঠিক তেমনই স্কেচ শিল্পী আর জিআইএফ কিউরেটর অনুজা ফোথিরেড্ডি হোয়াটসঅ্য়াপ স্টিকার প্যাক 'পে ওকে প্লিজ' তৈরি করেছেন।
আরও এক শিল্পী এক কাজে যুক্ত হয়েছেন। তাঁর নাম ঔশিন সিলভা। তিনি 'সবসে বড়া রুপিয়া' নামে স্টিকারের একটা প্য়াক তৈরি করেছেন।
মুম্বইয়ের গ্রাফিক ডিজাইনার মারা ফেলিশিয়া মলহোত্রা ডিআইওয়াই রঙ, ইন্ডি মিউজিক, জেন্ডার এবং মানসিক স্বাস্থ্য থেকে শিল্পের প্রেরণা পান। তিনি 'আপনা স্বপ্না মানি' নামে এক স্টিকার প্য়াক তৈরির কাজে যুক্ত ছিলেন। এক-একটি স্টিটারের প্য়াক এক-এক রকমের অনভূতি বোঝায়।
এর আগে হোয়াটসঅ্যাপ (WhatsApp) নয়া এক ফিচারের কথা জানিয়েছিল। চালু হলে ইউজার হোয়াটসঅ্যাপ (WhatsApp)-এ কোনও মেসেজে জবাব দিতে পারবেন। এই ফিচারের নাম হল মেসেজ রিঅ্যাকশন (Message Reactions)। এটা চালু হয়ে যাওয়ার পর ইউজার বাকি আরও সোশ্যাল মিডিয়ার মতো মেসেজেও জবাব দিতে পারবেন। এখন ইন্সটাগ্রাম (Instagram), ফেসবুক (Facebook বা FB)-এ এই পরিষেবা বা ফিচার চালু রয়েছে। শুধু তাই নয়, এই ফিচার মানে মেসেজ রিঅ্যাকশন নোটিফিকেশনেও কাজ করবে।