scorecardresearch
 
Advertisement
টেক

WhatsApp আনছে দারুণ ফিচার, ডিলিট হওয়ার পরও পড়তে পারবেন চ্যাট

হোয়াটসঅ্যআপের নয়া ফিচার
  • 1/6

Whatsapp এর ব্যবহার ইনস্ট্যান্ট ম্যাসেঞ্জিং অ্যাপ হিসেবে সবচেয়ে বেশি করা হয়। গোটা বিশ্বজুড়ে এই অ্যাপের রমরমা। কোম্পানি ইউজারদের এক্সপেরিয়েন্স ভাল করার জন্য সব সময় নতুন নতুন ফিচার আনতে থাকে। এখন হোয়াটসঅ্যাপ কেপট মেসেজ ফিচার এর ওপর কাজ করছে।

হোয়াটসঅ্যআপের নয়া ফিচার
  • 2/6

রিপোর্ট অনুযায়ী এই ফিচার, ইউজারদের খুব কাজে লাগবে। এই ফিচারের সাহায্যে ইউজারসরা চ্যাটে কেপ্ট মেসেজে বুকমার্ক করতে পারবেন ।এটা নিয়ে ওয়াবিটা ইনফো রিপোর্ট করেছে। এর জন্য ইউজারসরা একটা আইকন এর অপশন পাবেন।

হোয়াটসঅ্যআপের নয়া ফিচার
  • 3/6

এই আইকন ইউজারদের ডিসঅ্যাপিয়ারিং মেসেজের জন্য ভিজুয়াল ইন্ডিকেটরের কাজ করবে। এতে ইউজারদের তথ্য মিলবে যে মেসেজে সেভ বা কেপ্ট করে নেওয়া হয়েছে এবং এই চ্যাট ডিসঅ্যাপিয়ার হবে না। এই ফিচার খুব দ্রুত whatsapp এ বিটা ইউজারদের জন্য আনা হচ্ছে।

Advertisement
হোয়াটসঅ্যআপের নয়া ফিচার
  • 4/6

রিপোর্ট অনুযায়ী হোয়াটসঅ্যাপের এই আপডেট অ্যান্ড্রয়েড এবং আইওএস দুটি বিটা ইউজারদের জন্যই পাওয়া যাবে। এছাড়া এই ডেস্কটপ ভার্সনের জন্য এটি পাওয়া যাবে। ওয়া বিটা ইনফো হোয়াটসঅ্যাপে থেকে কেফট মেসেজ ফিচারের প্রিভিউ দেবে।

হোয়াটসঅ্যআপের নয়া ফিচার
  • 5/6

রিপোর্টে দাবি করা হয়েছে যে কেপ্ট মেসেজ ডিসঅ্যাপিয়ারিং মেসেজ স্ট্যান্ডার্ড হোয়াটসঅ্যাপ মেসেজে কনভার্ট করে দেবে। এতে চ্যাট এক্সপায়ার হয়ে যাওয়ার পরও ইউজারস এটি একসেপ্ট করতে পারবেন। হোয়াটসঅ্যাপ, এর জন্য কেপ্ট মেসেজে আলাদা সেকশন অ্যাড করতে পারে।

 

হোয়াটসঅ্যআপের নয়া ফিচার
  • 6/6

আপনাকে জানিয়ে দিই যে  ডিসঅ্যাপিয়ারিং মেসেজের অপশন ফিচার রয়েছে। এতে ইউজারদেরদের বেশি প্রাইভেসি দেয়। যখন কোনও ইউজার ডিসঅ্যাপিয়ারিং মেসেজ অন করে দেয় তাহলে কিছু সময়ের পরে ওই মেসেজ চ্যাটবক্স থেকে ডিলিট হয়ে যায়। কিন্তু এই ফিচার থেকে ওই মেসেজ আবার এক্সেস করা যেতে পারবে।

Advertisement