বেশকিছু ইউজারের জন্য পরিষেবা বন্ধ করতে পারে WhatsApp। বর্তমানে WhatsApp-এর মাসিক সক্রিয় ইউজার ২ বিলিয়নেরও বেশি।
নতুন-পুরনো অনেক ডিভাইসেই কাজ করে WhatsApp। সেখানে অ্যান্ড্রয়েড ফোন থেকে আইফোন, সবই রয়েছে। তবে এবার সংস্থা জানিয়েছে পুরনো ডিভাইসের ক্ষেত্রে আর মিলবে না পরিষেবা।
এক্ষেত্রে যদি আপনার ফোনটিও যদি পুরনো হয় তাহলে সেটিতেও হয়ত বন্ধ হয়ে যেতে পারে পরিষেবা। এখানে সম্পূর্ণ তালিকা দেওয়া হল।
WhatsApp-র ওয়েবসাইটে যা বলা হয়েছে সেই অনুযায়ী আগামী নভেম্বর মাস থেকে 4.0.4 বা তার ওপরের ভার্সানেই চলবে হোয়াটসঅ্যাপ। আর আইফোনেটর ক্ষেত্রে iOS 10 বা তার ওপরের ভার্সানে চলবে অ্যাপটি।
এর আগে এই বিষয়ে রিপোর্ট তৈরি করেছিল WABetaInfo। সেই অনুযায়ী ২০১৩-র আগে তৈরি স্মার্টফোনে নভেম্বরের পর হোয়াটসঅ্যাপ চলবে না।
এক্ষেত্রে Samsung Galaxy SII, Galaxy S3 mini, Optimus L5 Dual, Optimus L4 II Dual, Optimus F7, Optimus F5 ফোনগুলিতে ১ নভেম্বর থেরে হোয়াটসঅ্যাপ চলবে না।
অন্যদিকে পুরনো iOS-এ চলা স্মার্টফোনেও চলবে না হোয়াটসঅ্যাপ। অর্থাৎ iPhone 6S, iPhone 6S Plus, Apple iPhone SE (1st generation)-এ সাপোর্ট করবে না WhatsApp।