scorecardresearch
 
Advertisement
টেক

WhatsApp Tricks : ২টি স্মার্টফোনে চলবে একটাই WhatsApp অ্যাকাউন্ট, কীভাবে? জানুন

প্রতীকী ছবি
  • 1/6

একই স্মার্টফোনে ২টি WhatsApp ব্যবহার করার ঘটনা এখন খুবই সাধারণ একটা বিষয়। অনেক স্মার্টফোনে তো এই ফিচার দেওয়াও হচ্ছে। কিন্তু যদি আপনি একই অ্যাকাউন্ট ২টি ফোনে চালাতে চান তাহলে কী করবেন?দুটি ডিভাইসে একটাই অ্যাকাউন্টকে Multi-Device ফিচারের সাহায্যে ব্যবহার করা যায়। কিন্তু দুটি স্মার্টফোনে এই কাজ করতে হলে  WhatsApp Trick ব্যবহার করতে হবে। 
 

প্রতীকী ছবি
  • 2/6

Multi-Device অ্যাকাউন্টের মাধ্যমে একই সময় একই অ্যাকাউন্টকে স্মার্টফোন, কম্পিউটার বা আইপ্যাডে ব্যবহার করা যায়। কিন্তু আলাদা স্মার্টফোনে করা যায় না। এই প্রতিবেদনে আপনাকে সেই বিষয়েই তথ্য দেওয়া হবে। এর জন্য আপনার কোনও থার্ডপাটি অ্যাপের প্রয়োজন পড়বে না। চলুন দেনে নেওয়া যাক বিষয়টি। 
 

প্রতীকী ছবি
  • 3/6

এই WhatsApp Trick-এর জন্য কোনও থার্ডপার্টি অ্যাপ লাগবে না। শুধু মাত্র কয়েটি কাজ করলেই একই WhatsApp অ্যাকাউন্ট ২টি স্মার্টফোনে ব্যবহার করা যাবে। তবে একটি অ্যাকাউন্ট কতক্ষণ পর্যন্ত অপর ফোনে চলবে তা এখনও জানা যায়নি। 
 

Advertisement
প্রতীকী ছবি
  • 4/6

এটি করার জন্য দুটি স্মার্টফোনেই ইন্টারনেট থাকতে হবে। এরপর আপনাকে দ্বিতীয় ফোনটির Web Browser খুলতে হবে। সেখানে WhatsApp Web সার্চ করুন। 
 

প্রতীকী ছবি
  • 5/6

সেখানে WhatsApp Web-এর মোবাইল পেজ খুলে যাবে। সেখানে সেটিংসে গিয়ে সেটিকে ডেক্সটপ সাইটে পরিবর্তন করুন। ডেক্সটপ সাইট খুলে গেলেই QR Code-এর ওয়েব পেজ চলে আসবে। 

আরও পড়ুনরাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বের জেরে দাম বাড়বে বিয়ারের?

প্রতীকী ছবি
  • 6/6

এবার অন্য স্মার্টফোন দিয়ে QR Code-টি স্ক্যান করুন। এভাবেই একটি অ্যাকাউন্ট ২টি ফোনে খোলা যাবে। তবে এটি খুব বেশি সময় ব্যবহার করা যাবে না। যদি WhatsApp-এর আপনার কাজকর্ম সন্দেহজনক মনে হয়, তাহলে সাময়িকভাবে অ্যাকাউন্টি ব্যানও করা হতে পারে। 
 

Advertisement