WhatsApp মাঝেমধ্যেই অ্যাপের মিনিমাস সিস্টেম রিকোয়ারমেন্টকে আপডেট করে। আর এটা হলে কিছু কিছু স্মার্টফোনের ক্ষেত্রে WhatsApp আর কাজ করে না। সেক্ষেত্রে অ্যাপের লেটেস্ট সাপোর্টেড ডিভাইস লিস্ট আগামী ১ নভেম্বর থেকে লাগু হবে।
Facebook জানাচ্ছে যে সমস্ত স্মার্টফোন 4.0.4 বা তার চেয়ে কম ভার্সানের তাতে আর WhatsApp কাজ করবে না।
সংস্থা জানাচ্ছে, যাঁরা এখনও এই সমস্ত ভার্সান ব্যবহার করছেন তাঁদের উচিত ফোনের ভার্সান আপডেট করে নেওয়া বা নতুন ডিভাইসে অ্যাকাউন্টটিকে ট্রান্সফার করে নেওয়া। অন্তত চ্যাটের ব্যাকআপ নিয়ে রাখার পরামর্শ দিচ্ছে সংস্থা।
আগামী ১ নভেম্বর থেকে WhatsApp শুধু মাত্র Android 4.1 বা তার থেকে বেশি, iOS 10 বা তার থেকে বেশি এবং KaiOS 2.5.0 বা তার থেকে বেশি ভার্সানে কার্যকরী হবে।