scorecardresearch
 
Advertisement
টেক

Xiaomi 11i HyperCharge 5Gমাত্র ১৫ মিনিটে ফুল চার্জ! Xiaomi-এর এই ফোন কীভাবে পাবেন?

ভারতে
  • 1/6

Xiaomi 11i HyperCharge 5G আজ ভারতে লঞ্চ হতে চলেছে। এতে 120W দ্রুত চার্জিং এর জন্য সার্পোট রয়েছে। কোম্পানির দাবি Xiaomi 11i হাইপারচার্জ 5G ভারতের দ্রুততম চার্জিং স্মার্টফোন।

স্মার্টফোনটি
  • 2/6

দ্রুত চার্জিং ছাড়াও এই স্মার্টফোনটি full-HD+ AMOLED ডিসপ্লে এবং  Dolby Atmos সার্পোট করে।  Xiaomi 11i HyperCharge 5G -তেও ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।

শতাংশ
  • 3/6

কোম্পানির দাবি Xiaomi 11i হাইপারচার্জ 5G মাত্র ১৫ মিনিটে ১০০ শতাংশ চার্জ করা যাবে। Xiaomi-এর একজন মুখপাত্র জানিয়েছেন যে ফোনটিতে একটি ডুয়াল-সেল ব্যাটারি রয়েছে যা ডুয়াল চার্জ পাম্প এবং একটি কাস্টম সার্কিটের সঙ্গে কাজ করে।

Advertisement
ব্যাটারি
  • 4/6

কোম্পানির মতে, এই সেটআপ দিয়ে ব্যাটারি চার্জ করা মানে একই সঙ্গে দুটি খালি ট্যাঙ্ক পূরণ করার মতো। Xiaomi ফোনটিতে ৩৪বিভিন্ন সুরক্ষা ফিচার ব্যবহার করেছে। ৯টি কার্যকরী রিয়েল টাইম থার্মাল মনিটরিং সেন্সরও এতে ব্যবহার করা হয়েছে।

ক্যামেরা
  • 5/6

ফাস্ট চার্জিং ছাড়াও Xiaomi 11i হাইপারচার্জ 5G-তে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এর প্রাইমারি ক্যামেরা ১০৮ মেগাপিক্সেল। ফোনে MediaTek Dimensity 920 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর দাম ২৫ হাজার থেকে ৩০ হাজার টাকার মধ্যে হতে পারে।

সাইট
  • 6/6

আজ Xiaomi 11i সিরিজ দুপুর ১২টায় ই-কমার্স সাইট Flipkart-এর লঞ্চ হয়েছে। এই সিরিজে Xiaomi 11i হাইপারচার্জ 5G ছাড়াও Xiaomi 11i লঞ্চ হবে। তবে Xiaomi 11i তে 120W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হবে না।

Advertisement