Advertisement
টেক

Bike News: দারুণ স্টাইলিশ, Yamaha XSR 155 লঞ্চ হল ভারতে, দাম শুনলে চমকে উঠবেন!

বাজারে হাজির Yamaha XSR 155
  • 1/10

Yamaha XSR 155 লঞ্চ: ভারতে লঞ্চ হল Yamaha XSR 155। ইতিমধ্যেই কিছু শোরুমের বাইকের ডেলিভারি শুরু হয়েছে বলে জানা গিয়েছে। 

ডেলিভারি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
  • 2/10

ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল: ইতিমধ্যেই বাইকের ডেলিভারির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। অনেক বাইকপ্রেমী রিল, শটস ও ইউটিউব ভিডিও পোস্ট করছেন।

দাম ও সেগমেন্ট
  • 3/10

দাম ও সেগমেন্ট: Yamaha XSR 155-এর এক্স-শোরুম প্রাইস ১.৫০ লক্ষ টাকা। নিও-রেট্রো রোডস্টার ক্যাটেগরিতে পড়ছে। আপাতত এর অল্টারনেটিভ Royal Enfield Hunter 350 ও TVS Ronin।

Advertisement
জনপ্রিয়তার কারণ
  • 4/10

জনপ্রিয়তার কারণ: ২০১৯ সালেই Yamaha XSR 155-এর ইন্টারন্যাশনাল লঞ্চ হয়েছিল। সেই সময় থেকেই এই বাইকের অপেক্ষায় ছিলেন অনেকে। চাহিদা বাড়তেই অবশেষে ভারতের বাজারে সেই বাইক আনল Yamaha।

ডিজাইন ও লুক
  • 5/10

ডিজাইন ও লুকবাইকটির ডিজাইনে নিও রেট্রো স্টাইলিং। বেশ প্রিমিয়াম লুক। রাউন্ড হেডল্যাম্প, মেটাল ফিনিশিং এবং ক্লাসিক সিট ডিজাইন।  

 প্রিমিয়াম ফিচার্স
  • 6/10

প্রিমিয়াম ফিচার্স: All LED লাইটিং সেটআপ, ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, ব্লুটুথ কানেক্টিভিটি, অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ এবং ডুয়াল চ্যানেল ABS পাবেন। 

ইঞ্জিন ও পারফরম্যান্স
  • 7/10

ইঞ্জিন ও পারফরম্যান্স: ১৫৫cc লিকুইড কুলড ইঞ্জিন পাবেন। ১৮.১ bhp পাওয়ার এবং ১৪.২ Nm টর্ক। সিক্স স্পিড গিয়ারবক্স।

Advertisement
চ্যাসিস ও সাসপেনশন
  • 8/10

চ্যাসিস ও সাসপেনশন: Deltabox Frame আছে। সামনে USD Fork ও পিছনে Monoshock Suspension পাবেন। রাইডের স্টেবিলিটি থাকবে।

ব্রেক ও হুইল সেটআপ
  • 9/10

ব্রেক ও হুইল সেটআপ: দুই চাকাতেই ডিস্ক ব্রেক সহ ডুয়াল চ্যানেল ABS। ১৭ ইঞ্চি অ্যালয় হুইল এবং টিউবলেস টায়ার আছে।

Yamaha XSR 155
  • 10/10

স্টাইল, পাওয়ার, ফিচার এবং কম্পিটিটিভ প্রাইস; সব মিলিয়ে নিও-রেট্রো বাইক হিসাবে Yamaha XSR 155 নিঃসন্দেহে বেশ ভাল অপশন হতে চলেছে। 

Advertisement