Advertisement
টেক

Phone Internet Issues: ফোনে ইন্টারনেটের সমস্যা? মেটান এই ৫ টেকনিকে

মোবাইল ছাড়া আমাদের একটুও চলে না
  • 1/9

মোবাইল ছাড়া আমাদের একটুও চলে না। সকাল থেকে রাত পর্যন্ত এই যন্ত্রটি আমাদের সঙ্গ দেয়। তাই এটাকে সবথেকে প্রিয় গ্যাজেট বললেও অত্যুক্তি হয় না।

বর্তমানে মোবাইলে আমরা সবথেকে বেশি ব্যবহার করি ডেটা
  • 2/9

মাথায় রাখতে হবে, বর্তমানে মোবাইলে আমরা সবথেকে বেশি ব্যবহার করি ডেটা। ইন্টারনেটের মাধ্যমেই চলে গেম খেলা এবং ভিডিও দেখা।

মোবাইলে ইন্টারনেটই ঠিক করে চলে না
  • 3/9

তবে অনেক সময় মোবাইলে ইন্টারনেটই ঠিক করে চলে না। ফলে মন খারাপ হয়ে যায়। সময় কাটতে চায় না।

Advertisement
এমন সমস্যার সহজ সমাধান রয়েছে আমাদের হাতের মুঠোতেই
  • 4/9

যদিও এমন সমস্যার সহজ সমাধান রয়েছে আমাদের হাতের মুঠোতেই। তাই আর সময় নষ্ট না করে এমনই কয়েকটি ট্রিক জেনে নিন।

একবার ইন্টারনেট অফ করে অন করুন
  • 5/9

এমনটা শুরু হলেই প্রথমে একবার ইন্টারনেট অফ করে অন করুন। তাতেই দেখবেন সমস্যার সমাধান হয়ে যাবে। ডেটা কাজ করবে।

একবার ফোনটা এয়ারপ্লেন মোডে দিন
  • 6/9

এরপরও সমস্যা ঠিক না হলে একবার ফোনটা এয়ারপ্লেন মোডে দিন। তারপর মোডটা বন্ধ করে দিন। তাহলেই দেখবেন ডেটা কাজ করবে।

ফোনটা একবার বন্ধ করে আবার অন করুন
  • 7/9

ফোনটা একবার বন্ধ করে আবার অন করুন। সোজা ভাষায় যেটাকে রিস্টার্ট বলে। এটা করলেই দেখবেন অনায়াসে ফোন ঠিক ঠাক কাজ করবে।

Advertisement
ফোনের সিমটা একবার খুলুন
  • 8/9

এরপরও সমস্যা হলে আপনি ফোনের সিমটা একবার খুলুন। তারপর লাগান। দেখবেন তাতেই কাজ হবে। আবার ঠিক ঠাক কাজ করবে ইন্টারনেট।

ফোনের সফটওয়্যারের কারণে ডেটা স্পিড পাওয়া যায় না
  • 9/9

অনেক সময় ফোনের সফটওয়্যারের কারণে ডেটা স্পিড পাওয়া যায় না। সেক্ষেত্রে ফোন আপডেট করুন। তাতেই খেলা ঘুরে যাবে।

Advertisement