Electronic Tattoo Will Replace Smartphone: স্মার্টফোনের দিন ফুরোবে শীঘ্রই, ভবিষ্যত্‍ ইলেক্ট্রনিক ট্যাটু? ইঙ্গিত বিল গেটসের

Electronic Tattoo Will Replace Smartphone: স্মার্টফোনের দিন কি শেষ হচতে চলল? স্মার্টফোনের জায়গা নেবে ইলেকট্রনিক 'ট্যাটু'? স্মার্টফোনের সমস্ত সুবিধা মিলবে এই ট্যাটুতেই! মাইক্রোসফটের কর্ণধার Bill Gates দিলেন এই আভাস। সমর্থন নোকিয়া সিইও-রও। জানুন গোটা বিষয়টি।

Advertisement
স্মার্টফোনের দিন ফুরোবে শীঘ্রই, ভবিষ্যত্‍ ইলেক্ট্রনিক ট্যাটু? ইঙ্গিত বিল গেটসেরস্মার্টফোনের দিন ফুরোবে শীঘ্রই, ভবিষ্যত্‍ ইলেক্ট্রনিক ট্যাটু? ইঙ্গিত বিল গেটসের
হাইলাইটস
  • স্মার্টফোনের দিন ফুরোবে শীঘ্রই
  • ভবিষ্যদ্বাণী করলেন বিল গেটস
  • স্মার্টফোনের জায়গা নেবে ইলেক্ট্রনিক ট্যাটু

Electronic Tattoo Will Replace Smartphone: স্মার্টফোন (Smartphone) ইন্ডাস্ট্রি খুব দ্রুত বিকশিত হয়ে চলেছে। স্মার্টফোন বাজারে আসার পর থেকে নানা রকম মডেল এবং ফিচারের স্মার্টফোনে এখন বাজার ছেয়ে গিয়েছে। মাত্র কয়েক বছরেই স্মার্টফোন, ক্যামেরার ডিসপ্লে এবং চার্জিংয়ের বিষয়ে কিছু এমন জিনিস নিয়ে এসেছে যা কিছু বছর আগে কল্পনারও অতীত ছিল। আন্ডার ডিসপ্লে ক্যামেরা (Under Display Camera) হোক বা কয়েক মিনিটে মোবাইল ফুল চার্জ (Quick Charge Mobile) হয়ে যাওয়া, টেকনোলজির এই সেক্টর খুব দ্রুত বাজারে বদলে যাচ্ছে।

এর পরবর্তী পর্যায়ে কী হবে, তার ওপরে বিচার বিবেচনা করা হচ্ছে। গবেষণাও শুরু হয়েছে. এক্সপার্টদের বক্তব্য যে আসন্ন সময়ে ভবিষ্যতে স্মার্টফোন এত বেশি ফিচার নিয়ে হাজির হবে যে এটি আসলে উধাও হয়ে যাবে। বিষয়টি গোলমেলে ঠেকছে তো? আসুন বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করি।

আরও পড়ুনঃ Durgapuja 2022: প্রথমা থেকে নবমী, পুজোয় কোন পোশাক পরলে মা-দুর্গার কৃপা পাবেন?

স্মার্টফোনের জায়গায় ট্যাটু ফোন

এ বছর শুরুতে মাইক্রোসফটের (Microsoft) ফাউন্ডার বিল গেটস (Bill Gates) একটি এমন টেকনোলজির (Technology)র কথা জানিয়েছেন। যা স্মার্টফোনকে রিপ্লেস করতে পারে। তাঁর বক্তব্য যে, ইলেকট্রনিক ট্যাটুস (Electronic Tattoo) ভবিষ্যতে স্মার্টফোনের জায়গা নিতে পারে। আমরা অনেক সাইফাই ফিল্ম দেখেছি। যেখানে হাতের ওপরে বোতাম টিপেই অত্যাধুনিক টেকনোলজির মাধ্যমে কথা বলা বা বিভিন্ন রকম বার্তা দান প্রদান করা দেখেছি। হয়তো ট্যাটু দেখেননি, চিপ সেট দেখেছেন। কিন্তু এটিও অনেকটা সেই রকমই ব্যপার। স্মার্টফোন ব্যবহার করে করে আপনি নিজের শরীরের সঙ্গে ইন্টিগ্রেটেড করে ফেলতে পারবেন। বিল গেটসের দাবি, ইলেকট্রনিক্স স্মার্ট ফোনকে রিপ্লেস করবে ট্যাটু ফোন।

তিনি এর কল্পনা কেওটিক মুনের ভিত্তিতে করেছেন। এই কোম্পানিটি বায়োটেকনোলজির উপর বেস্ড ট্যাটুস তৈরি করে। যা আপনার শরীর থেকে তথ্য সংগ্রহ করে। আপাতত এর ব্যবহার স্পোর্টস এবং মেডিকেল লাইনে হচ্ছে। ইলেকট্রনিক্স এখনও পর্যন্ত ডেভেলপমেন্ট পেজে রয়েছে। আশা করা যাচ্ছে যে ভবিষ্যতে এটি এতটা ডেভলপ করে ফেলা যাবে, যাতে আলাদা স্মার্টফোন রাখার প্রয়োজনই পড়বে না।

Advertisement

একই ভবিষ্যৎবাণী করেছেন নোকিয়ার (Nokia)-র সিইও পেক্কা লান্ডমার্ক ( Pekka Lundmark)

তিনিও অনেকটা এমনই দাবি জানিয়েছেন এ বছর ওয়ার্ল্ড ইকোনমিক্স ফোরামে। লান্ডমার্কের বক্তব্য যে ২০৩০ এর মধ্যে 6G টেকনোলজি শুরু হয়ে যাবে। কিন্তু সেই সময় পর্যন্ত স্মার্টফোন আর, কমন ইন্টারফেস থাকবে না বলে তিনি দাবি করেন। তিনি জানিয়েছেন যে, সিক্সজি আসার পরে স্মার্টফোনের তুলনায় স্মার্ট গ্লাস বা কোনও অন্য প্রোডাক্ট ইউজ হতে শুরু করবে। সেই সময় পর্যন্ত স্মার্টফোনের বহু জিনিস এবং ফিচার আমাদের শরীরের মধ্যেই মিলবে।

আরও পড়ুনঃ Tomato Eating Alert: গায়ে দুর্গন্ধ-কিডনিতে পাথর, বেশি টমেটো খেলে যা যা হতে পারে...

নোকিয়া সিইও কোনও ব্র্যান্ড বা ডিভাইসের নাম নেননি। কিন্তু দুজনেই একই ধরনের আশা এবং অনুমান করেছেন। অর্থাৎ ভবিষ্যতে স্মার্টফোন শেষ হয়ে যাবে এবং এতটা ডেভেলপ হয়ে যাবে যে এটি সোজা শরীরে ইন্সটল করে দেওয়া যাবে। এলন মাস্ক এমনই একটি টেকনোলজি নিউরাল লিঙ্ক এর উপর কাজ করছে।

 

POST A COMMENT
Advertisement